চীন সরকারের উপহার হিসাবে দ্বিতীয় দফায় সিনোফার্মের ৬ লাখ করোনা টিকা দেশে এসে পৌঁছেছে।
ওই টিকা ও সিরিঞ্জ নিয়ে বাংলাদেশ বিমানবাহিনীর দুটি সি–১৩০জি বিমান আজ রোববার বাংলাদেশ বিমানবাহিনীর বঙ্গবন্ধু ঘাঁটিতে এসে পৌঁছায়।
এর আগে সকালে বাংলাদেশ বিমানবাহিনীর পরিবহন উড়োজাহাজ দুটি বেইজিং আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে যাত্রা করে।
গতকাল শনিবার দুটি উড়োহাজাজ টিকা আনতে বেইজিং রওনা দিয়েছিল। উইং কমান্ডার মো. হাবিবুর রহমান ও উইং কমান্ডার শেখ মুর্তাজা গালিব পরিবহন বিমানের মিশন কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেন।
এর আগে গত ১২ মে চীন বাংলাদেশকে সিনোফার্মের ৫ লাখ ডোজ টিকা উপহার দেয়। এর ৯ দিন পর দ্বিতীয় দফায় আরও ৬ লাখ টিকা উপহার দেয়ার ঘোষণা দেয় চীন।
চীন এই কার্যক্রমকে দুই দেশের মধ্যকার চলমান বন্ধুত্বের বহিঃপ্রকাশ বলে উল্লেখ করেছে।