ভারতে শনাক্ত কমলেও বাড়ছে মৃত্যু ভারতে শনাক্ত কমলেও বাড়ছে মৃত্যু – Sabuj Bangla Tv
  1. shahinit.mail@gmail.com : admin :
  2. khandakarshahin@gmail.com : সবুজ বাংলা টিভি : সবুজ বাংলা টিভি
  3. wpapitest@config.com : wpapitest :
রবিবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৫, ১১:০০ অপরাহ্ন
নোটিশ-
বাংলাদেশের প্রথম অনলাইন টিভি চ্যানেল সবুজবাংলা টিভি এর জেলা/উপজেলা প্রতিনিধি নিয়োগ চলছে...

ভারতে শনাক্ত কমলেও বাড়ছে মৃত্যু

সবুজ বাংলা টিভি
  • প্রকাশ কাল | সোমবার, ১৪ জুন, ২০২১
  • ২৩০ পাঠক
প্রাণঘাতী করোনাভাইরাসে ভারতে সংক্রমণ ধীরে ধীরে কমে আসছে। তবে মৃতের সংখ্যা কিছুটা বেড়ে হয়েছে চার হাজারের কাছাকাছি।

সোমবার সকালে গত ২৪ ঘণ্টা অর্থ্যাৎ একদিনের এমন তথ্য জনিয়েছে দেশটির সংবাদ মাধ্যমগুলো।
দেশটিতে নতুন করে আক্রান্ত হয়েছেন ৭০ হাজার ৪২১ জন। গত ১ এপ্রিলের পর এতটা কম হলো দৈনিক আক্রান্তের সংখ্যা।
কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যানুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে মৃত্যু হয়েছে ৩ হাজার ৯২১ জনের। এর মধ্যদিয়ে দেশে মোট মৃতের সংখ্যা ৩ লাখ ৭৪ হাজার ৩০৫ জনে পৌঁছেছে। আর মোট আক্রান্তের সংখ্যা ২ কোটি ৯৫ লাখ ছাড়িয়ে গেছে।
এর আগে শনিবার দেশটিতে আরও ৩ হাজার ৩০৩ জনের মৃত্যু হয় করোনায়। এই সময়ের মধ্যে আক্রান্ত শনাক্ত হয়েছে ৮০ হাজার ৮৩৪ জন।
দেশটিতে সংক্রমণের হার গত এক সপ্তাহ ধরেই ৫ শতাংশের নিচে রয়েছে। পাশাপাশি কমছে সক্রিয় রোগীর সংখ্যাও। কমতে কমতে তা নেমেছে ১০ লাখের নিচে। দেশে এখন সক্রিয় রোগী রয়েছে ৯ লাখ ৭৩ হাজার ১৫৮ জন।
বিশ্বজুড়ে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ১৭ কোটি ৫৮ লাখ ছাড়িয়েছে। আর মৃতের সংখ্যা ছাড়িয়েছে ৩৭ লাখ ৯৯ হাজার।
জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর সিস্টেম সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ের (সিএসএসই) তথ্য অনুযায়ী, সোমবার সকাল পর্যন্ত বিশ্বব্যাপী করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৭ কোটি ৫৮ লাখ ৮৭ হাজার ৩৮৮ জনে। এদের মধ্যে মৃত্যু হয়েছে ৩৭ লাখ ৯৯ হাজার ৯৭৯ জনের।

আমাদের সংবাদটি শেয়ার করুন..

এ পাতার আরও খবর

Sabuj Bangla Tv © All rights reserved- 2011| Developed By

Theme Customized BY WooHostBD