রাঙামাটির জুরাছড়ি উপজেলায় পাত্থর মনি চাকমা (৬০) নামের এক গ্রামপ্রধানকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।
রোববার (১৩ জুন) রাত আনুমানিক ৯টার দিকে এ ঘটনা ঘটে।
উপজেলা সদর ইউনিয়নের লুলাংছড়ি এলাকার এই গ্রাম প্রধানকে তার বাড়িতে একদল অজ্ঞাত বন্দুকধারি সন্ত্রাসী গুলি করে হত্যা করে বলে জানিয়েছেন জুরাছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিউল আজম।
তবে কে বা কারা, কিংবা পাহাড়ের বিবাদমান কোনো আঞ্চলিক দল অথবা অন্য কেউ এ ঘটনার সঙ্গে জড়িত কিনা তাৎক্ষণিকভাবে এর কিছুই জানাতে পারেননি তিনি।
এদিকে এ ঘটনায় পাহাড়ের বিবাদমান চার আঞ্চলিক দলের কেউই এখন অবধি এ ঘটনা নিয়ে মুখে খুলেনি।