রাজধানীর মালিবাগে দুই বাস পাল্লাপাল্লি দিয়ে চালানোর সময়ে চাপা পড়ে এক বাসযাত্রী শিক্ষার্থী নিহত হয়েছে। এ ঘটনার পর বাস দুটি জব্দ করেছে পুলিশ।
সোমবার (১৪ জুন) সন্ধ্যা ৭টার দিকে এ ঘটনাটি ঘটে।
নিহত মেহেদী হাসান রানা (১৯) খুলনা জেলার সোনাডাঙ্গা উপজেলার আনিসুর রহমানের ছেলে। বর্তমানে মগবাজার এলাকায় থাকত।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন হাতিরঝিল থানার উপপরিদর্শক এসআই মো. শাহজাহান।
তিনি বলেন, উত্তরাগামী দুটি যাত্রীবাহী বাস পাল্লাপাল্লি করে যাওয়া সময় মালিবাগ এলাকায় তুরাগ পরিবহনের একটি বাসের এক যাত্রী বাইরে মাথা বের করে। সে সময় আকাশ পরিবহনের অপর আরেকটি বাস পাশ দিয়ে পাল্লা দিয়ে যাওয়া সময়ে ওই যাত্রীর মাথা দু’বাসের মাঝে চাপা পড়ে। এতে ঘটনাস্থলে ওই যাত্রী প্রাণ হারায়।
তিনি বলেন, আমরা বাস দুটি জব্দ করেছি। চালক পলাতক রয়েছে। তাদেরকে চিহ্নিত করে আটক করার চেষ্টা চলছে।