করোনা সংক্রমণ এবং মৃত্যু সংখ্যা বৃদ্ধি পাওয়ায় নাটোর ও সিংড়া পৌরসভা এলাকায় আরও ৭ দিনের লকডাউন বাড়ানো হয়েছে।
মঙ্গলবার দুপরে জেলা প্রশাসকের এক সম্মেলনে জেলা করোনা প্রতিরোধ কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক মো. শাহরিয়াজ, পুলিশ সুপার লিটন কুমার সাহা, সিভিল সার্জন ডা. কাজী মিজানুর রহমান।
এ সময় জেলা প্রশাসক জানান, করোনা সংক্রমণ ও মৃত্যু রোধে নাটোরের দুইটি পৌর এলাকা ৭ দিনের লকডাউনের আওতায় আনা হয়। কিন্তু সামাজিক দূরত্বসহ স্বাস্থ্যবিধি সঠিকভাবে না মানায় সংক্রমণ ও মৃত্যু বেড়েই চলেছে। সে কারণে কঠোর বিধিনিষেধ আরোপ করে আগামীকাল বুধবার সকাল ৬টা থেকে আরও ৭ দিনের জন্য লকডাউন ঘোষণা করা হয়েছে।
নাটোরে গত ৯ জুন সকাল ৬টা থেকে ১৫ জুন রাত পর্যন্ত লকডাউন দেওয়া হয় প্রথম দফায়। তা চলমান অবস্থায় আজ দুপুরে ৭ দিনের লকডাউন বাড়িয়ে দেওয়া হলো।