বান্দরবানের আলীকদমের ডায়রিয়া আক্রান্ত এলাকায় সেনাবাহিনীর হেলিকপ্টার যোগে সেখানে স্বাস্থ্য বিভাগ এবং সেনাবাহিনীর মেডিকেল টিম পৌঁছেছে।স্বাস্থ্যবিভাগের দুটি ও সেনাবাহিনীর একটি মেডিকেল টিম আক্রান্ত এলাকায় চিকিৎসা সেবা দিচ্ছে লোকজনদের।
তবে আতঙ্কে পাড়ার অধিকাংশ লোকজন পাশবর্তী জঙ্গলে আশ্রয় নেয়ায় চিকিৎসাসেবা দিতে গিয়ে সমস্যায় পড়ছে মেডিকেল টিমের সদস্যরা।
তাদের পাড়ায় ফিরিয়ে আনার চেষ্টা চালানো হচ্ছে। গত কয়েকদিন থেকে বান্দরবানের আলীকদম উপজেলার কুরুকপাতা ইউনিয়নের মায়ানমারের সীমান্তবর্তী দুর্গম বেশ কয়েকটি ম্রো পাড়ায় ডায়রিয়ার প্রাদুর্ভাব দেখা দিয়েছে।
স্থানীয় জনপ্রতিনিধিরা জানিয়েছেন ডায়রিয়ায় আক্রান্ত হয়ে এ পর্যন্ত ৭ জনের মৃত্যু হয়েছে। এছাড়া আক্রান্ত হয়েছে শতাধিক। তবে স্বাস্থ্য বিভাগ এখনো পর্যন্ত দুজনের মৃত্যুর কথা জানিয়েছে। গ্রুপ পাতা ইউনিয়নের ইউপি চেয়ারম্যান ক্রাতপুং ম্রো ৫ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য লংপ্লাং ম্রো জানিয়েছেন কুরুখ পাতা ইউনিয়নের দুটি ওয়ার্ডে গত কয়েকদিনের ৭ জনের মৃত্যু হয়েছে ডায়রিয়ায়। আক্রান্তের সংখ্যা ১৩০ জন ছাড়িয়েছে।
যারা মারা গেছেন তাঁরা হলেন ইয়ংচা পাড়ার সিংলে ম্রো (২২), কাইতার ম্রো (৭০), তুমলক ম্রো (৬০), রামদন ম্রো (৫৮), মাংরুম পাড়ার মাংদম ম্রো (৬৫) রেংচং ম্রো (৪৭), রামলি ম্রো (৫০)। কয়েকটি ম্রো পাড়ায় ডায়রিয়া ছড়িয়ে পড়ার পর আতঙ্কে লোকজন পার্শ্ববর্তী পাহাড়ি জঙ্গলে আশ্রয় নিয়েছে বলেও ওই জনপ্রতিনিধিরা জানিয়েছেন।
বান্দরবানের সিভিল সার্জন ডা: অংসৈ প্রু মারমা জানিয়েছেন পাহাড়ি ঝর্ণার দূষিত পানি পান করে ওই এলাকায় ডায়রিয়ার প্রাদুর্ভাব দেখা দিয়েছে। ডায়রিয়ায় আক্রান্ত হয়ে দুজনের মৃত্যুর কথা তারা শুনেছেন বলে জানিয়েছেন। তবে ওই এলাকায় সেনাবাহিনীর সহায়তায় মেডিকেল টিম কাজ করছে বলে তিনি জানিয়েছেন। বান্দরবান সেনা রিজিয়নের কর্মকর্তা মেজর ফখরুল আরেফিন জানিয়েছেন এলাকাটি সীমান্তবর্তী দুর্গম হওয়ায় সেখানে সেনাবাহিনীর হেলিকপ্টার যোগে স্বাস্থ্য বিভাগ এবং সেনাবাহিনীর মেডিকেল টিমের সদস্যদের নিয়ে যাওয়া হয়েছে। এর আগে ওই এলাকার স্থানীয় সেনাক্যাম্প থেকেও লোকজনদের চিকিৎসাসেবা দেওয়া হয়েছে।
স্বাস্থ্য বিভাগ ও স্থানীয়দের সূত্রে জানা গেছে, আলীকদম উপজেলার মায়ানমারের সীমান্তবর্তী কুরুকপাতা ইউনিয়নের ৪, ৫ ও ৬ নং ওয়ার্ডের দুর্গম মেনলিও পাড়া, মাংরুম পাড়া, ইয়ুং চা পাড়া, থমসং পাড়া সহ কয়কটি পাড়ায় গত কয়েকদিন থেকে ডায়রিয়া ছড়িয়ে পড়েছে। পাড়াগুলোতে আক্রান্তের সংখ্যা একশ ছাড়িয়েছে। উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা: আশিক ই মাহমুদ জানিয়েছেন ডায়রিয়া আক্রান্ত হয়ে তারা এ পর্যন্ত দুজনের মৃত্যুর খবর শুনেছেন।
তবে সেখানে আক্রান্তের সংখ্যা বেড়ে যাওয়ায় সেনাবাহিনীর সহায়তায় স্বাস্থ্য বিভাগের মেডিকেল টিম গিয়েছে। স্থানীয় সেনাবাহিনীর ক্যাম্প থেকেও সেখানে চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে। আক্রান্ত বাড়তে থাকায় ওই এলাকায় মৃত্যুর সংখ্যা আরো বাড়তে পারে বলে স্থানীয়রা জানিয়েছেন।