নোয়াখালীতে লকডাউন আরও ৭দিন বাড়ল নোয়াখালীতে লকডাউন আরও ৭দিন বাড়ল – Sabuj Bangla Tv
  1. shahinit.mail@gmail.com : admin :
  2. khandakarshahin@gmail.com : সবুজ বাংলা টিভি : সবুজ বাংলা টিভি
  3. wpapitest@config.com : wpapitest :
শনিবার, ২৭ জুলাই ২০২৪, ০৫:৫৭ পূর্বাহ্ন
নোটিশ-
বাংলাদেশের প্রথম অনলাইন টিভি চ্যানেল সবুজবাংলা টিভি এর জেলা/উপজেলা প্রতিনিধি নিয়োগ চলছে...

নোয়াখালীতে লকডাউন আরও ৭দিন বাড়ল

সবুজ বাংলা টিভি
  • প্রকাশ কাল | শনিবার, ১৯ জুন, ২০২১
  • ২২৬ পাঠক
করোনা সংক্রমণ প্রতিরোধে নোয়াখালী পৌরসভা ও সদর উপজেলার ছয়টি ইউনিয়নে চলমান লকডাউনের সময়সীমা আবারও সাতদিন বাড়ানো হয়েছে।

জেলা করোনা প্রতিরোধ কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বৃহস্পতিবার বিকেল ৫টায় এতথ্য জানান জেলা প্রশাসক মোহাম্মদ খোরশেদ আলম খান।
এর আগে, দুই দফায় জেলা করোনা প্রতিনিধি কমিটির সভার সিদ্ধান্ত অনুযায়ী ১৪ দিন কঠোর লকডাউন দেওয়া হয়।
জেলা করোনা প্রতিরোধ কমিটির সভাপতি জেলা প্রশাসক মোহাম্মদ খোরশেদ আলম খান জানান, জেলায় করোনা সংক্রমণ বাড়ছে। ফলে চলমান লকডাউনের সময়সীমা সাতদিন বাড়ানো হয়েছে। আগামী ২৫ জুন রাত ১২টা পর্যন্ত লকডাউন কার্যকর থাকবে। এ সময় সকল ধরনের গণপরিবহন ও সিএনজি অটোরিকশা চলাচল বন্ধ থাকবে। দূরপাল্লার বাস
চৌমুহনী চৌরাস্তা অতিক্রম করতে পারবে না। লকডাউন এলাকাগুলোতে ফার্মেসি ছাড়া সকল দোকানপাট বন্ধ থাকবে। কাঁচাবাজার খোলা থাকবে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত। শর্তসাপেক্ষে খোলা থাকবে খাবার হোটেল। তবে হোটেলে বসে খাবার খাওয়া যাবে না।
তিনি বলেন, জরুরি সেবা বিদ্যুৎ, পানি, গ্যাস, ফায়ার সার্ভিস, পরিচ্ছন্নতা কার্যক্রম, টেলিফোন, ইন্টারনেট, চিকিৎসা সেবাসহ নিত্যপ্রয়োজনীয় পণ্য সামগ্রীর কাজে নিয়োজিত পরিবহন এবং যানবাহনের পরিষেবা চালু থাকবে।

আমাদের সংবাদটি শেয়ার করুন..

এ পাতার আরও খবর

Sabuj Bangla Tv © All rights reserved- 2011| Developed By

Theme Customized BY WooHostBD