শনিবার দুপুর সাড়ে ১২টায় কদমতলী থানার সরকারী উপ-পরিদর্শক এএসআই আব্দুস সালাম চিকিৎসার জন্য তাদেরকে ঢামেক হাসপাতালে নিয়ে আসেন।
ঘটনাস্থলে নিহতরা হলেন, জ্যোৎস্না ওরফে মৌসুমী (৪৫) স্বামী মাসুদ রানা (৫০) মেয়ে জান্নাত (১৮)। আহতরা হলেন, শফিকুল ইসলাম (৪০) ও তার মেয়ে মারজান তাবাসুম তৃপ্তিয়া (৫)।
এএসআই আব্দুস সালাম জানান, এ ঘটনায় ঘটনাস্থলে তিনজনের মরদেহ রয়েছে আর দুজনকে মেডিকেলে নিয়ে আসি।
প্রাথমিকভাবে জানা গেছে, শফিকুলের স্ত্রী মেহজাবিনের মা-বাবা ও বোনসহ মেয়েকে খাবারের মধ্যে চেতনানাশক কোনো ওষুধ খাওয়ায়।
অচেতন অবস্থায় শফিকুল ইসলাম বলেন, আমার বাসা কদমতলীর বাগানবাড়িতে গতকাল রাতে আমরা শ্বশুরবাড়িতে আসি। মুরাদপুর হাই রোডের একটি দ্বিতীয় তলায় ভাড়া বাসায় থাকে শ্বশুর-শাশুড়ির পরিবার। ওই পরিবারের সাথে বেশ কিছুদিন ধরে আমার স্ত্রী মেহজাবিনের বিরোধ চলছে। তারই জের ধরে ঘটনাটি ঘটেছে।
ঢাকা মেডিকেলের পুলিশ ক্যাম্প ইনচার্জ (ইন্সপেক্টর) বাচ্চু মিয়া জানান, শফিকুল ও তার ছেলেকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।