রাজধানীতে সড়ক দুর্ঘটনায় পুলিশ সদস্য নিহত রাজধানীতে সড়ক দুর্ঘটনায় পুলিশ সদস্য নিহত – Sabuj Bangla Tv
  1. shahinit.mail@gmail.com : admin :
  2. khandakarshahin@gmail.com : সবুজ বাংলা টিভি : সবুজ বাংলা টিভি
  3. wpapitest@config.com : wpapitest :
বুধবার, ১১ ডিসেম্বর ২০২৪, ০৪:০৯ পূর্বাহ্ন
নোটিশ-
বাংলাদেশের প্রথম অনলাইন টিভি চ্যানেল সবুজবাংলা টিভি এর জেলা/উপজেলা প্রতিনিধি নিয়োগ চলছে...

রাজধানীতে সড়ক দুর্ঘটনায় পুলিশ সদস্য নিহত

সবুজ বাংলা টিভি
  • প্রকাশ কাল | শনিবার, ১৯ জুন, ২০২১
  • ২৩৮ পাঠক
রাজধানীর ধানমণ্ডিতে সড়ক দুর্ঘটনায় এক পুলিশ সদস্য নিহত হয়েছেন। নিহতের তার নাম বশির উদ্দিন তালুকদার (৪৪)।

শুক্রবার (১৯ জুন) দিনগত রাত সাড়ে ১২টায় ধানমন্ডি ৭ নম্বর ঢাকা ব্যাংকের সামনে এ দুর্ঘটনা ঘটে।
ধানমন্ডি থানার উপ-পরিদর্শক এসআই পলাশ বিশ্বাস এ তথ্য নিশ্চিত করেছেন।
পলাশ বিশ্বাস জানান, ধানমন্ডিতে বাইসাইকেল চালিয়ে মিরপুরে যাওয়ার পথে অজ্ঞাত যানবাহনের ধাক্কায়
রাস্তায় পড়ে ছিলেন ওই পুলিশ সদস্য। পাশে পড়েছিল একটি বাইসাইকেল ও টেবিলফ্যান। সে সময়ে বৃষ্টি হচ্ছিল।
খবর পেয়ে সেখান থেকে রাত আনুমানিক সাড়ে ১২টায় দিকে তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতাল নেয়া হয়। সেখানকার  চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পরে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেয়া হয়েছে। কোন গাড়ি এ ঘটনাটি ঘটিয়েছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। তা শনাক্তের চেষ্টা চলছে বলেও জানান তিনি।
তিনি জানান, আইনি প্রক্রিয়া শেষে মৃতদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
মৃতের ফুফাতো শ্যালক বিল্লাল জানান, মিরপুর জোনের এসি পেট্রোল ওমর ফারুক স্যারের বডিগার্ড ছিলেন পুলিশ কনস্টেবল বশির তালুকদার।
জানা গেছে, বশির তার ব্যক্তিগত কাজে রাতে বের হয়েছিলেন। টেবিল ফ্যান মেরামত করে আনতে গিয়েছিল। পথিমধ্যে এ দুর্ঘটনার শিকার হন।
মৃত বশির তালুকদার পটুয়াখালী জেলার ধুমকী উপজেলার কান্তিকপাশা গ্রামের মৃত মুক্তিযুদ্ধা আলতাফ হোসেন তালুকদারের ছেলে। দুই কন্যা সন্তানের জনক বশির তালুকদার বর্তমানে মিরপুরে পুলিশ ফাঁড়িতে থাকতেন।

আমাদের সংবাদটি শেয়ার করুন..

এ পাতার আরও খবর

Sabuj Bangla Tv © All rights reserved- 2011| Developed By

Theme Customized BY WooHostBD