সাতক্ষীরা মেডিকেলে একদিনে ৯ মৃত্যু সাতক্ষীরা মেডিকেলে একদিনে ৯ মৃত্যু – Sabuj Bangla Tv
  1. shahinit.mail@gmail.com : admin :
  2. khandakarshahin@gmail.com : সবুজ বাংলা টিভি : সবুজ বাংলা টিভি
  3. wpapitest@config.com : wpapitest :
শনিবার, ২৭ জুলাই ২০২৪, ০৮:৫৪ পূর্বাহ্ন
নোটিশ-
বাংলাদেশের প্রথম অনলাইন টিভি চ্যানেল সবুজবাংলা টিভি এর জেলা/উপজেলা প্রতিনিধি নিয়োগ চলছে...

সাতক্ষীরা মেডিকেলে একদিনে ৯ মৃত্যু

সবুজ বাংলা টিভি
  • প্রকাশ কাল | শনিবার, ১৯ জুন, ২০২১
  • ২৪৬ পাঠক
সাতক্ষীরা করোনা ডেডিকেটেড মেডিকেল কলেজ হাসপাতালে গত ২৪ ঘণ্টায় করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় ৯ জনের মৃত্যু হয়েছে। এরমধ্যে পজিটিভ একজন। বাকি ৮ জন করোনা উপসর্গে মারা গেছে।

শনিবার দুপুরে সাতক্ষীরা সিভিল সার্জন অফিসের মেডিক্যাল কর্মকর্তা ডা. জয়ন্ত কুমার সরকার এ তথ্য নিশ্চিত করেছেন।
এছাড়া মেডিকেল কলেজ হাসপাতাল, সদর হাসপাতাল ও ৬টি ক্লিনিকে ৩৬১ জন ভর্তি রয়েছে। এরমধ্যে পজিটিভ ৩৮ জন। পাশপাশি ৮২৯ জন করোনা পজিটিভ নিজ বাড়িতে আইসোলেশনে আছেন। এছাড়াও জেলায় মোট পজিটিভ মৃত্যু ৫৭ জন ও করোনা উপসর্গে মৃত্যু ২৬৬ জন। জেলায় এ পর্যন্ত মোট আক্রান্ত ২৭৮৪ জন।
গত ২৪ ঘণ্টায় সাতক্ষীরা মেডিকেলে ৯২ জনের করোনা টেস্টে ৫৬ জন আক্রান্ত হয়েছে। আক্রান্তের হার ৬০ দশমিক ৮৭ শতাংশ।
অপরদিকে সাতক্ষীরায় আজ থেকে তৃতীয় দফার লকডাউন শুরু হয়েছে। এবারের লকডাউন বাস্তবায়নে বেলা ১১টায় শহরের হাসপাতাল সড়ক থেকে সামাজিক ও রাজনৈতিক সংগঠন ও ব্যক্তিদের নিয়ে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর কার্যক্রম শুরু হওয়ার কথা থাকলেও বৈরি আবহাওয়া ও প্রচণ্ড বৃষ্টির কারণে তা হয়নি।
সীমান্ত জেলা সাতক্ষীরায় এখনও প্রতিদিন বিজিবির অভিযানে ভারত থেকে দেশে আগত ১০ থেকে ১২ জনকে আটক করে কোয়ারেন্টাইনে রাখার কার্যক্রম অব্যাহত আছে।

আমাদের সংবাদটি শেয়ার করুন..

এ পাতার আরও খবর

Sabuj Bangla Tv © All rights reserved- 2011| Developed By

Theme Customized BY WooHostBD