নড়াইল জেলায় করোনার সংক্রমণ বেড়ে যাওয়ায় আবারও এক সপ্তাহের লকডাউন ঘোষণা করা হয়েছে।
রোববার (২০ জুন) রাত ১২টা থেকে আগামী ২৭ জুন রাত ১২টা পর্যন্ত সর্বাত্মক লকডাউন চলবে। লকডাউনকালীন ৮টি নির্দেশনা মেনে চলার অনুরোধ জানানো হয়েছে।
নড়াইল জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান শনিবার (১৯ জুন) রাতে স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
এদিকে করোনায় আক্রান্ত হয়ে নড়াইল পৌর এলাকার রূপগঞ্জ এলাকার বাসিন্দা কল্লোল কুন্ডু নড়াইল সদর হাসপাতালে মারা গেছেন। এছাড়া গত ২৪ ঘণ্টায় নাড়াইলে আরও ৪৪ জন করোনা আক্রান্ত হয়েছেন।
এর আগে গত শনিবার (১২ জুন) নড়াইলে প্রথম দফায় ৭ দিনের সর্বাত্মক লকডাউন ঘোষণা করা হয়।