ভারতীয় গণমাধ্যমের খবরে বলা হয়, নতুন প্রেমে পড়েছেন জ্যাকুলিন ফার্নান্ডেজ। কাজের ক্লান্তি তো রয়েছেই সেইসঙ্গে নতুন ভালোবাসার মানুষের সঙ্গে দূরত্ব সইতে পারছেন না বলিউডের এ সুন্দরী। তাই প্রেমিকের সঙ্গে একসঙ্গে থাকার সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন।
কাজের চাপ থেকে মুক্তি পেতে জনপ্রিয় অভিনেত্রী জ্যাকুলিন ফার্নান্ডেজ নতুন প্রেমিককে নিয়ে চলে যেতে চাইছেন লোকচক্ষুর আড়ালে। প্রিয়জনের সঙ্গে রঙিন করে তুলতে চান সময়। সেই ভাবনাতেই নাকি সম্প্রতি একটি বাড়ি কিনেছেন ১৭৫ কোটি রুপি ব্যয়ে। সমুদ্রের একদম সামনে বিলাসবহুল এ বাড়ি।
নিজের ব্যক্তিগত জীবনকে আগাগোড়াই আড়ালে রেখেছেন তিনি। পরিচালক সাজিদ খানের সঙ্গে প্রেম ভাঙার পর শোনা যায়নি তাকে নিয়ে নতুন কোনো সম্পর্কের গুঞ্জন।
খবর চাউর রয়েছে, জ্যাকুলিনের নতুন প্রেমিক একজন দক্ষিণ ভারতীয় ব্যবসায়ী। বেশ কিছু সময় ধরেই সম্পর্কে রয়েছেন তারা। নতুন বাড়ি খোঁজা এবং কেনার সময়ও নাকি জ্যাক্যুলিনের সঙ্গে ভিডিও কলে মজে থাকতেন তার প্রেমিক। এই দূরত্ব এবার মুছতে চলেছে। খুব শিগগিরই জুহুর নতুন বাড়িতে একসঙ্গে থাকতে শুরু করবেন ২ জন।