আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে (ফেসবুক) অশালীন মন্তব্য ও কটূক্তি করায় নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) এক কর্মকর্তাকে আটক করেছে পুলিশ।
জিয়াউর রহমান ওরফে সম্রাট (৩৫) নোবিপ্রবির পরিকল্পনা উন্নয়ন ও ওয়ার্কস (ডিপিডি) বিভাগের সহকারী পরিচালক হিসেবে কর্মরত আছেন।
শনিবার বিকেল তিনটার দিকে কবিরহাট উপজেলার ঘোষবাগ ইউনিয়নের উত্তমপুর লামছি গ্রাম থেকে তাকে আটক করে পুলিশ।
আটক সম্রাট ওই গ্রামের ইউছুফ ভূঁইয়ার ছেলে।
সম্রাটকে আটকের বিষয়টি নিশ্চিত করেন কবিরহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) টমাস বড়ুয়া। তিনি বলেন, অভিযোগের ভিত্তিতে দুপুরে তার নিজ বাড়িতে অভিযান চালিয়ে সম্রাটকে আটক করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ চলছে। পরবর্তীতে তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
জানা গেছে, গত বৃহস্পতিবার রাতে সম্রাট তার ব্যবহৃত ফেসবুক আইডি থেকে সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরকে নিয়ে কটূক্তি ও কুরুচিপূর্ণ একটি পোস্ট দেন।
শুক্রবার রাতে কবিরহাট উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ও উপজেলা ভাইস চেয়ারম্যান মো. নজরুল ইসলাম ফেসবুকে পোস্টকারী সম্রাটের শাস্তি দাবি করে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
অভিযোগে উল্লেখ করা হয়, সম্রাটের এমন কর্মকাণ্ডে ওবায়দুল কাদেরের অর্জিত সম্মান ক্ষুণ্ন হয়েছে।