নোয়াখালীর চাটখিল উপজেলার নোয়াখলা ইউনিয়নে অভিযান চালিয়ে ফজলুর রহমান মধু নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে একটি পাইপগান উদ্ধার করা হয়।
সোমবার দুপুরে তাকে বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। এর আগে রোববার দিবাগত রাত আড়াইটার দিকে নোয়াখলা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত ফজলুল রহমান মধু শ্রীপুর গ্রামের শিকদার বাড়ির মাহমুদুল্যা সাম মিয়ার ছেলে। সে সন্ত্রাসী জিসান বাহিনীর প্রধান জিসানের সহযোগী ছিলো বলে জানিয়েছেন পুলিশ।
পুলিশ আরো জানিয়েছেন, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে রোববার গভীর রাতে নোয়াখলা এলাকায় অভিযান চালিয়ে মধুকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে ৪টি হত্যা, ৪টি মাদক মামলাসহ মোট ১২টি মামলা রয়েছে। এছাড়াও একাধিক মামলায় সে ওয়ারেন্টভুক্ত মামলার পলাতক আসামি।
চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ারুল ইসলাম জানান, মধুর বিরুদ্ধে আগের ১২টি মামলা রয়েছে। সে দীর্ঘদিন থেকে আত্মগোপনে ছিলো। অস্ত্র উদ্ধারের ঘটনায় আরও একটি মামলা দায়ের করা হয়েছে।