করোনাভাইরাসে খুলনায় গত ২৪ ঘণ্টায় মারা গেছেন আরও ১১ জন। করোনার এই ঊর্ধ্বগতি রোধে খুলনায় শুরু হয়েছে এক সপ্তাহের সর্বাত্মক লকডাউন।
মঙ্গলবার সকাল থেকে লকডাউনে বন্ধ রয়েছে গণপরিবহন, মার্কেট, দোকানপাট, শপিংমল, সাপ্তাহিক হাট এবং বেসরকারি অফিস।
খুলনা রেলস্টেশনে ট্রেনের আগমন ও বহির্গমনও বন্ধ রয়েছে। তবে নিত্যপ্রয়োজনীয় দ্রব্য ও কাঁচাবাজারের দোকান সকাল ৭টা থেকে দুপুর ২টা পর্যন্ত এবং ওষুধের দোকান সার্বক্ষণিক খোলা থাকবে। ব্যাংক খোলা থাকবে সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত। হোটেল-রেস্তোরাঁগুলোতে বসে খাওয়া যাবে না।
খুলনা সিভিল সার্জন নিয়াজ মোহাম্মদ জানিয়েছেন, সংক্রমণ বেড়ে যাওয়ার একমাত্র কারণ, স্বাস্থ্যবিধি না মানা। সাধারণ মানুষকে স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য সচেতন করতে প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের পদক্ষেপ নেওয়া হচ্ছে। এ কারণেই লকডাউন ঘোষণা করা হয়েছে।
এদিকে, জেলাটিতে ২৪ ঘণ্টায় করোনায় মারা গেছেন আরও ১১ জন। এর মধ্যে খুলনা করোনা হাসপাতালে সাতজনের মৃত্যু হয়েছে। এছাড়া ১৩০ শয্যার এ হাসপাতালে করোনায় ভর্তি রয়েছেন ১৪৯ জন।
খুলনা জেনারেল হাসপাতালে করোনা পজিটিভ নিয়ে মৃত্যু হয়েছে একজনের। এছাড়া বেসরকারি গাজী মেডিকেল কলেজ হাসপাতালে করোনা পজিটিভ নিয়ে মারা গেছেন তিনজন।