ঢামেকে হাসপাতালের সামনের ফুটপাতে আজ সকালে সিটি করপোরেশন উচ্ছেদ অভিযান চালায়।সোমবার সন্ধ্যায় ঢাকা সিটি করপোরেশন দক্ষিণ এই উচ্ছেদ অভিযান পরিচালনা করে।অভিযানে নেতৃত্ব দেন সহকারী উপসচিব সমপ্তি কর্মকর্তা ম্যাজিট্রেট জনাব মনিরুজ্জামান।
তিনি বলেন, উচ্ছেদ অভিযানে বেশ কিছু কাঁচামাল ফলমুল সহ বেশ কিছু মালামাল জব্দ করা হয়েছে। পাশাপাশি কয়েকজন কে আটক করা হয়েছে। যেহেতু কাঁচামাল নষ্ট হয়ে যাবে, তাই জব্দ কৃত মালামাল গুলো ওপেন নিলাম করা হয়। নিলামে স্থানীয়রা অংশ গ্রহন করেন। সেখানে জব্দ কৃত পন্য গুলোর মুল্য ধরা হয়েছে ১০ হাজার টাকা।
নিলামে সর্বোচ্চ ডাক উঠেছে ১১৮০০ টাকা। তার সাথে ১৫% ভ্যাট ধরে এর মুল্য আসে ১৪১৬০ টাকা। নিলাম আলম নামে একজন জিতেছেন।
অভিযান কর্মকর্তা বলেন,ফুটপাতে অবৈধ ভাবে বসা হকার মুক্ত করতে আমরা প্রায়ই অভিযান চালাই। সকালে চালানো হলে, আবার বিকালে বসে। তাই আজ সন্ধ্যা রাতে অভিযান চালানো হয়েছে। এ অভিযান চলবে বলেও জানান তিনি। অভিযান চালানো পর সিটি করপোরেশনের পক্ষ থেকে মাইকিং করে বলা হয়েছে। ফুটপাত দখল করে যারা দোকান বসাবেন, তাদের বিরুদ্ধে সামনে আরও কঠোর ব্যবস্থা নেয়া হবে।