প্যারাগুয়েকে হারিয়ে শেষ আটে আর্জেন্টিনা প্যারাগুয়েকে হারিয়ে শেষ আটে আর্জেন্টিনা – Sabuj Bangla Tv
  1. shahinit.mail@gmail.com : admin :
  2. khandakarshahin@gmail.com : সবুজ বাংলা টিভি : সবুজ বাংলা টিভি
  3. wpapitest@config.com : wpapitest :
বুধবার, ১১ ডিসেম্বর ২০২৪, ০২:৩৩ পূর্বাহ্ন
নোটিশ-
বাংলাদেশের প্রথম অনলাইন টিভি চ্যানেল সবুজবাংলা টিভি এর জেলা/উপজেলা প্রতিনিধি নিয়োগ চলছে...

প্যারাগুয়েকে হারিয়ে শেষ আটে আর্জেন্টিনা

সবুজ বাংলা টিভি
  • প্রকাশ কাল | মঙ্গলবার, ২২ জুন, ২০২১
  • ২২৪ পাঠক
আলেহান্দ্রো গোমেসের শুরুর গোলে প্যারাগুয়েকে হারালো আর্জেন্টিনা। এই জয়ে কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনালে পা রাখলো আলবিসেলেস্তেরা।

ব্রাসিলিয়ার মানে গারিঞ্চা স্টেডিয়ামে ‘এ’ গ্রুপের ম্যাচে মঙ্গলবার ভোরে ১-০ গোলে জিতেছে দুইবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। সব মিলিয়ে চার ম্যাচ পর প্যারাগুয়েকে হারাতে পারল তারা।
উরুগুয়েকে ১-০ গোলে হারানো দলে ছয় পরিবর্তন নিয়ে মাঠে নামে আর্জেন্টিনা। দশম মিনিটেই এগিয়ে যায় তারা। লিওনেল মেসির কাছ থেকে বল পেয়ে ডি মারিয়া খুঁজে নেন গোমেজকে। বল জালে পাঠাতে খুব একটা বেগ পেতে হয়নি তাকে।
বাকি ম্যাচে বারবার চেষ্টা করেও আর্জেন্টিনার রক্ষণ ভেঙে ম্যাচে সমতা ফেরাতে পারেনি প্যারাগুয়ে। বরং বিরতির ঠিক আগে আর্জেন্টিনার একটি গোল প্রযুক্তি বাধায় অফসাইড হওয়ায় বাতিল হয়। তা নাহলে মেসিদের জয়ের ব্যবধান বাড়ত।
কোপা আমেরিকায় এদিনেরটা নিয়ে মোট ২৩ বার আর্জেন্টিনার মুখোমুখি হয়েছে প্যারাগুয়ে। কখনোই তারা মেসিদের হারাতে পারেনি।
প্যারাগুয়ের বিরুদ্ধে মঙ্গলবারের ম্যাচ দেশের জার্সিতে মেসির ১৪৭তম ম্যাচ। আর্জেন্টিনার জার্সিতে সবচেয়ে বেশি ম্যাচ খেলার নজির এতদিন পর্যন্ত ছিল হাভিয়ার মাসচেরানোর। তিনিও দেশের হয়ে ১৪৭টি ম্যাচ খেলেছিলেন। মঙ্গলবার সেই কীর্তি স্পর্শ করলেন মেসি। সব কিছু ঠিকঠাক চললে চলতি কোপা আমেরিকাতেই আর্জেন্টিনার জার্সিতে সবচেয়ে বেশি ম্যাচ খেলার নজির গড়বেন তিনি।

আমাদের সংবাদটি শেয়ার করুন..

এ পাতার আরও খবর

Sabuj Bangla Tv © All rights reserved- 2011| Developed By

Theme Customized BY WooHostBD