মৌসুমী বায়ুর প্রভাবে আজ (মঙ্গলবার) ভোর থেকেই রাজধানীতে শুরু হয়েছে বৃষ্টিপাত।
মঙ্গলবার সকাল ৭টা থেকে ৯টা পর্যন্ত দুই ঘণ্টার বেশি সময় ধরে একটানা মাঝারি ও ভারি বৃষ্টিপাত হয়। এখনও গুঁড়ি গুঁড়ি বৃষ্টি অব্যাহত রয়েছে।
এদিকে ভারি বর্ষণে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে রাজধানীর বিভিন্ন এলাকায়। এতে দুর্ভোগে পড়ে কর্মস্থলমুখী মানুষ। পরিবহন স্বল্পতার পাশাপাশি সৃষ্টি হয় যানজটেরও। বেশি ভাড়া নেয় সিএনজি অটোরিকশা ও রিকশাগুলো। কোথাও কোথাও ভ্যানে করে পার হতে হয় জলাবদ্ধ সড়ক।
তবে তুলনামূলকভাবে গতকাল সোমবার সারাদেশে বৃষ্টি কম হয়েছে। ঢাকায়ও কম বৃষ্টি হয়; মাত্র ৩ মিলিমিটার।
মঙ্গলবার (২২ জুন) সন্ধ্যা ৬টা পর্যন্ত পূর্বাভাসে আবহাওয়া অধিদফতর জানিয়েছে, রংপুর, রাজশাহী, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে।
সেই সঙ্গে দেশের কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে মাঝারি ধরনের ভারি বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাসে বলা হয়েছে।
মৌসুমী বায়ুর অক্ষের বর্ধিতাংশ উত্তর প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগরে অবস্থান করছে। মৌসুমী বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে।
এদিকে আগামী দুই দিনে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত কমতে পারে বলেও জানিয়েছে আবহাওয়া অধিদফতর।