সাতক্ষীরায় ২৪ ঘণ্টায় করোনা ডেডিকেটেড মেডিকেল কলেজ হাসপাতালসহ কয়েকটি ক্লিনিকের করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় ৯ জনের মৃতু হয়েছে। এর মধ্যে একজন করোনা পজিটিভ হয়েছেন।
সাতক্ষীরা করোনা ডেডিকেটেড মেডিকেল কলেজ হাসপাতালে আজ রোগী ভর্তি রয়েছেন ২৫৪ জন। এছাড়া ৬টি ক্লিনিকে করোনা ও উপসর্গ নিয়ে ভর্তি আছে ১৩৮ জন। এর মধ্যে পজিটিভ আছে ৪১ জন। বর্তমানে হোম আইসোলেশনে রয়েছেন ৭৮৬ জন।
জেলায় করোনা পজিটিভ হয়ে আজ পর্যন্ত মৃত্যুবরণ করেছেন ৬২ জন ও উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে ২৮১ জনের। এদিকে ১৮৮ জনের নমুনা পরিক্ষায় ৮৬ জন করোনা পজিটিভ হয়েছে। যার আক্রান্তের হার ৪৫.৭৪ ভাগ।
এদিকে সাতক্ষীরায় লকডাউন এর টানা তৃতীয় সপ্তাহের আজ ৫ম দিন। সকাল থেকে আইনশৃঙ্খলা বাহিনী বেশ কঠোর অবস্থানে থাকায় রাস্তায় ছোট যানবাহন ও মানুষ চলাচল সীমিত দেখা গেছে।
টানা ১৯ দিনের লকডাউনে জেলা প্রশাসনের ভ্রাম্যমান আদালত সাড়ে ৬ লাখ টাকা জরিমানা আদায় করেছে।