পার্বত্য জেলা বান্দরবানে করোনায় আক্রান্তের সংখ্যা আবারও বাড়ছে। গত ২৪ ঘন্টায় ১২ জন আক্রান্ত হয়েছে করোনায়।
এর আগে বৃহস্পতিবার ৫ জন, বুধবার ৯ জন ও মঙ্গলবার ৫ জন রোগী শনাক্ত হয়।
বান্দরবান সদর হাসপাতাল আইসোলেশনে ১১ জন রোগী ভর্তি রয়েছে।
সিভিল সার্জন ডা: অংসৈ প্রু মারমা জানিয়েছেন, হঠাৎ করেই গত এক সপ্তাহ থেকে বান্দরবানে করোনার সংক্রমণ বাড়ছে। হাসপাতালগুলোতে নমুনা সংগ্রহ যেমন বেড়েছে সেই সাথে করোনার ভ্যাকসিনও দেওয়া হচ্ছে।
এদিকে করোনার সংক্রমণ ঠেকাতে গত এক মাসেরও বেশি সময় ধরে বান্দরবানের সবগুলো পর্যটন কেন্দ্র বন্ধ রয়েছে। বন্ধ রয়েছে হোটেল-মোটেল রিসোর্টগুলো।
সংক্রমণ বেড়ে যাওয়ায় বান্দরবানের সাথে ঢাকার দূরপাল্লার যাত্রীবাহী বাস চলাচল বন্ধ রয়েছে।
উল্লেখ্য এ পর্যন্ত করণায় আক্রান্ত হয়ে বান্দরবানে ৫ জন মারা গেছেন। আক্রান্তের সংখ্যা ১০৬০ জন।