অনেক গুলো গোলের সুযোগ হাতছাড়া করার পর শেষ পর্যন্ত জয় পেয়েছে উরুগুয়ে। তারা বলিভিয়াকে ২-০ গোলে হারিয়ে কোপা আমেরিকার শেষ আটের টিকিট নিশ্চিত করেছে উরুগুয়ে।
এবারের আসরে নিজেদের প্রথম ম্যাচে আর্জেন্টিনার কাছে ১-০ গোলে হেরে যায় টুর্নামেন্টটির সফলতম দল উরুগুয়ে। দ্বিতীয় ম্যাচে চিলির সঙ্গে ১-১ গোলে ড্র করলেও গোল পাননি সুয়ারেজ বা কাভানি। উরুগুয়ের সমতাসূচক গোলটি ছিল চিলির আর্তুরো ভিদালের আত্মঘাতী।
শুক্রবার বলিভিয়ার বিপক্ষে পাওয়া ২-০ গোলের জয়েও প্রথম গোলটি ছিল আত্মঘাতী।
দ্বিতীয়ার্ধের ৭৯ মিনিটে দলের দ্বিতীয় গোলটি অবশ্য করেন কাভানি।
বাঁ প্রান্ত থেকে ফাকুন্দো তোরেসের ক্রস থেকে বক্সের মধ্যে ফাঁকায় বল পেয়ে যান কাভানি। সেখান থেকে বল পাঠিয়ে দেন জালে।
এই জয়ে ৩ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে শেষ আট নিশ্চিত করেছে উরুগুয়ে। ৩ ম্যাচ থেকে কোনো পয়েন্ট না পাওয়া বলিভিয়ার টুর্নামেন্ট থেকে ছিটকে পড়া বলতে গেলে নিশ্চিতই হয়ে গেছে।
দিনের অন্য ম্যাচে চিলিকে ২-০ গোলে হারিয়েছে প্যারাগুয়ে। তারাও কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে। এ গ্রুপ থেকে বাদ পড়তে যাওয়া একমাত্র দল বলিভিয়া।