গোপালপুর ও তারাকান্দি স্টেশনের রক্ষণাবেক্ষণ (টাইন-ইন) কাজের জন্য আজ শনিবার (২৬ জুন) রাত ১০টা পর্যন্ত দেশের বিভিন্ন এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ রয়েছে।
তিতাস গ্যাসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ওই কাজের জন্য গতকাল শুক্রবার রাত ১০টা থেকেই গোপালপুর ডিআরএস, জামালপুর ইকোনমিক জোন, যমুনা ফার্টিলাইজার, জামালপুর এমএন্ডআর স্টেশন, সরিষাবাড়ী ও শেরপুর এমএন্ডআর স্টেশন এলাকায় গ্যাস সংযোগ বন্ধ রয়েছে।
আজ রাত ১০টার পর গ্যাস সরবরাহ স্বাভাবিক হবে বলে জানানো হয়েছে সংস্থাটির পক্ষ থেকে।