খাগড়াছড়ির দীঘিনালায় ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) সাবেক এক সদস্যকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
শুক্রবার (২৫ জুন) দিনগত মধ্যরাতে তাকে উপজেলার নোয়াপাড়া গ্রামের শ্বশুরবাড়ি থেকে ধরে নিয়ে তাকে হত্যা করা হয়।
শনিবার সাড়ে ৯টার দিকে পুলিশ অমর জীবন চাকমার (৪০) লাশ উদ্ধার করেছে।
নিহত অমরের শ্বশুর বিজয় চাকমা জানান, রাতের খাবার শেষে ঘুমিয়ে ছিলেন অমর জীবন চাকমা। কয়েকজন লোক ঘুম থেকে ডেকে তুলে পাশের বড়াদম পূর্ব খামারপাড়ায় নিয়ে কুপিয়ে হত্যা করে।
অমর জীবন চাকমা হাজাছড়া জোড়াব্রিজ এলাকার সুরেশ চন্দ্র চাকমার ছেলে। তবে তিনি নোয়াপাড়া গ্রামে শ্বশুরবাড়িতেই থাকতেন।
অমর জীবন চাকমা ইউপিডিএফ (প্রসিত খীসা) দলের সক্রিয় সদস্য ছিলেন। দুই বছর ধরে তিনি দলে নিষ্ক্রিয় ছিলেন। সবজি বেচাকেনা করে সংসার চালাতেন।
দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পিয়ার আহমেদ জানিয়েছেন, লাশ উদ্ধার করে থানায় নিয়ে আনা হয়েছে। আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।