চাঁপাইনবাবগঞ্জে করোনায় শতাধিক মৃত্যু চাঁপাইনবাবগঞ্জে করোনায় শতাধিক মৃত্যু – Sabuj Bangla Tv
  1. shahinit.mail@gmail.com : admin :
  2. khandakarshahin@gmail.com : সবুজ বাংলা টিভি : সবুজ বাংলা টিভি
  3. wpapitest@config.com : wpapitest :
মঙ্গলবার, ২৪ জুন ২০২৫, ১২:৫৩ অপরাহ্ন
নোটিশ-
বাংলাদেশের প্রথম অনলাইন টিভি চ্যানেল সবুজবাংলা টিভি এর জেলা/উপজেলা প্রতিনিধি নিয়োগ চলছে...

চাঁপাইনবাবগঞ্জে করোনায় শতাধিক মৃত্যু

সবুজ বাংলা টিভি
  • প্রকাশ কাল | শনিবার, ২৬ জুন, ২০২১
  • ২২৭ পাঠক
চাঁপাইনবাবগঞ্জে ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে ৩ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে জেলায় করোনায় মোট মৃতের সংখ্যা বেড়ে ১০১ জনে দাঁড়িয়েছে।

শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন সিভিল সার্জন ডা. জাহিদ নজরুল চৌধুরী।
মৃতদের মধ্যে রামেকে দুজন ও আরেকজন ঢাকার রাজারবাগ সেন্ট্রাল পুলিশ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
সিভিল সার্জন ডা. জাহিদ নজরুল চৌধুরী জানিয়েছেন, জেলায় ২৪ ঘণ্টায় রামেকের (রাজশাহী মেডিকেল কলেজ) ল্যাবে ৭১ জনের নমুনা পরীক্ষা করে ১৪ জন, জেলাব্যাপী অ্যান্টিজেন টেস্টে ২৩২ জনের নমুনা পরীক্ষায় ২৬ জনসহ নতুন করে মোট ৪০ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ১৩ দশমিক ২০ শতাংশ।
তিনি আরও জানিয়েছেন, জেলায় মোট করোনায় আক্রান্ত হয়েছেন ৩ হাজার ৯০৭ জন। মোট সুস্থ হয়েছেন ২ হাজার ৪৮৬ জন। বর্তমানে জেলায় মোট চিকিৎসাধীন ১ হাজার ৩২৪ জন। মোট নমুনা সংগ্রহ করা হয়েছে ২১ হাজার ৯৯৩ জনের।
চাঁপাইনবাবগঞ্জের ডেডিকেটেড করোনা ইউনিটে সব সময় রোগীর চাপ লেগেই থাকছে। ৭২ শয্যার ইউনিটে ৭২ জন রোগী চিকিৎসাধীন বলে জানিয়েছেন ওই ইউনিটের তথ্য কর্মকর্তা ডা. আহনাফ শাহরিয়ার।

আমাদের সংবাদটি শেয়ার করুন..

এ পাতার আরও খবর

Sabuj Bangla Tv © All rights reserved- 2011| Developed By

Theme Customized BY WooHostBD