ঝিনাইদহ প্রতিদিনই করোনাভাইরাস রোগীর সংখ্যা বেড়ে চলেছে। গত ২৪ ঘণ্টায় ২৩৬ জনের নমুনা পরীক্ষা করে ৯০ জনের করোনা পজেটিভ এসেছে।
এ নিয়ে জেলায় মোট আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়ালো ৩ হাজার ৯শ ৯৪ জনে। এছাড়াও ২৪ ঘণ্টায় চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন ২ জন।
সিভিল সার্জন ডা. সেলিনা বেগম জানান, সকালে কুষ্টিয়া ও ঝিনাইদহ ল্যাবে পরীক্ষা করা নমুনা পরীক্ষায় ৯০ জনের করোনা শনাক্ত হয়েছে। এরমধ্যে ঝিনাইদহ সদরে ২৪, শৈলকুপায় ১৫, হরিণাকুণ্ডুতে ১২, কালীগঞ্জে ২০, কোটচাঁদপুরে ১৪ ও মহেশপুরে ৫ জন আক্রান্ত হয়েছেন।