আজ মঙ্গলবার ভোরে উপজেলার জগৎবের ইউনিয়নের পূর্ব জগৎবেড় গ্রাম সীমান্তের ওপারে ভারতের ভগরামপুর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত রিফাত হোসেন উপজেলার জগৎবেড় ইউনিয়নের মুন্সিরহাট গ্রামের বাসিন্দা।
এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন রংপুর-৬১ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ব্যাটালিয়নের পাটগ্রামের সমশেরনগর ক্যাম্পের কমান্ডার সুবেদার বিল্লাল হোসেন।
জানা গেছে, গতকাল সোমবার রাতে জগৎবেড় ইউনিয়নের পূর্ব জগৎবেড় গ্রাম সীমান্তের ৮৬২ নম্বর মেইন পিলারের কাছ দিয়ে শংলী নদী পার হয়ে রিফাত হোসেনসহ কয়েকজন সদস্য অবৈধ পথে ভারতের ওপারের কোচবিহারের মাথাভাঙ্গা সীমান্তের ভগরামপুর গ্রামে গরু আনতে যান।
তারা আজ ভোরে ওই সীমান্ত দিয়ে ফিরে আসার সময় ভারতের রানীনগর ১৪০ বিএসএফ ব্যাটালিয়নের চুয়াঙ্গারখাতা ক্যাম্পের টহলরত সদস্যদের মুখোমুখি পড়েন। এ সময় বিএসএফের সদস্যরা তাদের ধাওয়া করে গুলি ছোড়েন। অন্যরা পালিয়ে এলেও রিফাত গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলে নিহত হন।
পরে সকালের দিকে ঘটনাস্থল থেকে রিফাতের লাশ ক্যাম্পে নিয়ে যান বিএসএফের সদস্যরা।
এ বিষয়ে সমশেরনগর বিজিবি ক্যাম্পের কমান্ডার সুবেদার বিল্লাল হোসেন বলেন, বিএসএফের পাঠানো ছবি দেখে রিফাত হোসেনের লাশ শনাক্ত করেছেন তার ভাই। ভারতের ওপারের চুয়াঙ্গারখাতা বিএসএফ ক্যাম্পের কমান্ডার চিঠি দিয়ে জানিয়েছেন, আজ বিকেল পাঁচটার দিকে সীমান্তে পতাকা বৈঠকের অনুষ্ঠিত হবে।