বহু বছর ধরেই প্রেমের বন্ধনে আবদ্ধ ফ্রিডা ও কোরি। তবে প্রথমেই তাদের প্রেমের কথা সবার সামনে আনতে চাননি ফ্রিডা বা কোরি কেউ-ই। গুঞ্জনে অবশ্য রটে গিয়েছিল তাদের প্রেমের কথা। শেষমেশ ২০১৭ সালে আকারে-ইঙ্গিতে ফ্রিডা ও কোরি জানিয়ে দেন তাদের প্রেমের কথা। দু’বছর চুটিয়ে প্রেম করে, ২০১৯ সালে কোরির সঙ্গে বাগদান পর্ব সেরে নেন ফ্রিডা পিন্টো। তারপর থেকে একসঙ্গেই ছিলেন। আর এবার তাদের জীবনে নতুন সদস্য আসার খবরও জানিয়ে দিলেন অভিনেত্রী। পেশায় কোরি ট্যান একজন ফটোগ্রাফার। শোনা যায়, এক ফটোশুটেই নাকি প্রথম ফ্রিডার সঙ্গে দেখা হয় তার। আর সেই থেকেই বন্ধুত্ব ও প্রেম।
‘স্লামডগ মিলিয়নিয়ার’ ছবিতে অভিনয়ের পরই সিনেপ্রেমীদের নজরে আসেন ফ্রিডা পিন্টো। গোটা বিশ্বেই তার অভিনয় প্রশংসিত হয়। তবে হলিউড ছবিতে জনপ্রিয় হলেও, বলিউডে খুব একটা জায়গা করে নিতে পারেননি ফ্রিডা। চেষ্টা অবশ্য করেছিলেন তিনি। ভারত-ব্রিটেনের যৌথ উদ্দ্যোগে তৈরি হওয়া কয়েকটি ছবিতে অবশ্য অভিনয় করেছিলেন তিনি।
আপাতত মা হওয়ার এই পর্বটাকেই এনজয় করতে চান অভিনেত্রী। বেবিবাম্পের ছবি পোস্ট করে এরকমটাই লিখেছেন ফ্রিডা। এর আগে ‘স্লাম ডগ মিলিয়নিয়র’ ছবির নায়ক দেব প্যাটেলে সঙ্গে প্রেমের সম্পর্কে যুক্ত ছিলেন ফ্রিডা। ২০১৪ সালে সেই সম্পর্ক ভেঙে যায়।