বিয়ের আগেই মা হচ্ছেন ফ্রিডা পিন্টো বিয়ের আগেই মা হচ্ছেন ফ্রিডা পিন্টো – Sabuj Bangla Tv
  1. shahinit.mail@gmail.com : admin :
  2. khandakarshahin@gmail.com : সবুজ বাংলা টিভি : সবুজ বাংলা টিভি
  3. wpapitest@config.com : wpapitest :
বুধবার, ০৯ অক্টোবর ২০২৪, ০৭:৩৭ অপরাহ্ন
নোটিশ-
বাংলাদেশের প্রথম অনলাইন টিভি চ্যানেল সবুজবাংলা টিভি এর জেলা/উপজেলা প্রতিনিধি নিয়োগ চলছে...

বিয়ের আগেই মা হচ্ছেন ফ্রিডা পিন্টো

সবুজ বাংলা টিভি
  • প্রকাশ কাল | মঙ্গলবার, ২৯ জুন, ২০২১
  • ১৭৪ পাঠক
মা হচ্ছেন ‘স্লামডগ মিলিয়নিয়র’ খ্যাত অভিনেত্রী ফ্রিডা পিন্টো। সম্প্রতি নিজের অন্তঃসত্ত্বা অবস্থার ছবি পোস্ট করে নিজেই দিলেন এই সুখবর। ছবিতে সঙ্গে রয়েছেন হবু বর কোরি ট্র্যান । ছবি পোস্ট করে অভিনেত্রী ফ্রিডা লিখেছেন, ‘শীঘ্রই আসছে বেবি ট্র্যান।’

বহু বছর ধরেই প্রেমের বন্ধনে আবদ্ধ ফ্রিডা ও কোরি। তবে প্রথমেই তাদের প্রেমের কথা সবার সামনে আনতে চাননি ফ্রিডা বা কোরি কেউ-ই। গুঞ্জনে অবশ্য রটে গিয়েছিল তাদের প্রেমের কথা। শেষমেশ ২০১৭ সালে আকারে-ইঙ্গিতে ফ্রিডা ও কোরি জানিয়ে দেন তাদের প্রেমের কথা। দু’বছর চুটিয়ে প্রেম করে, ২০১৯ সালে কোরির সঙ্গে বাগদান পর্ব সেরে নেন ফ্রিডা পিন্টো। তারপর থেকে একসঙ্গেই ছিলেন। আর এবার তাদের জীবনে নতুন সদস্য আসার খবরও জানিয়ে দিলেন অভিনেত্রী। পেশায় কোরি ট্যান একজন ফটোগ্রাফার। শোনা যায়, এক ফটোশুটেই নাকি প্রথম ফ্রিডার সঙ্গে দেখা হয় তার। আর সেই থেকেই বন্ধুত্ব ও প্রেম।

‘স্লামডগ মিলিয়নিয়ার’ ছবিতে অভিনয়ের পরই সিনেপ্রেমীদের নজরে আসেন ফ্রিডা পিন্টো। গোটা বিশ্বেই তার অভিনয় প্রশংসিত হয়। তবে হলিউড ছবিতে জনপ্রিয় হলেও, বলিউডে খুব একটা জায়গা করে নিতে পারেননি ফ্রিডা। চেষ্টা অবশ্য করেছিলেন তিনি। ভারত-ব্রিটেনের যৌথ উদ্দ্যোগে তৈরি হওয়া কয়েকটি ছবিতে অবশ্য অভিনয় করেছিলেন তিনি।

আপাতত মা হওয়ার এই পর্বটাকেই এনজয় করতে চান অভিনেত্রী। বেবিবাম্পের ছবি পোস্ট করে এরকমটাই লিখেছেন ফ্রিডা। এর আগে ‘স্লাম ডগ মিলিয়নিয়র’ ছবির নায়ক দেব প্যাটেলে সঙ্গে প্রেমের সম্পর্কে যুক্ত ছিলেন ফ্রিডা। ২০১৪ সালে সেই সম্পর্ক ভেঙে যায়।

আমাদের সংবাদটি শেয়ার করুন..

এ পাতার আরও খবর

Sabuj Bangla Tv © All rights reserved- 2011| Developed By

Theme Customized BY WooHostBD