চলে গেলেন মন্দিরা বেদীর স্বামী রাজ কৌশল চলে গেলেন মন্দিরা বেদীর স্বামী রাজ কৌশল – Sabuj Bangla Tv
  1. shahinit.mail@gmail.com : admin :
  2. khandakarshahin@gmail.com : সবুজ বাংলা টিভি : সবুজ বাংলা টিভি
  3. wpapitest@config.com : wpapitest :
শুক্রবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৫, ১১:২৬ অপরাহ্ন
নোটিশ-
বাংলাদেশের প্রথম অনলাইন টিভি চ্যানেল সবুজবাংলা টিভি এর জেলা/উপজেলা প্রতিনিধি নিয়োগ চলছে...

চলে গেলেন মন্দিরা বেদীর স্বামী রাজ কৌশল

সবুজ বাংলা টিভি
  • প্রকাশ কাল | বুধবার, ৩০ জুন, ২০২১
  • ২১৫ পাঠক
হৃদরোগে আক্রান্ত হয়ে বুধবার ভোর সাড়ে ৪টে নাগাদ চলে গেলেন মন্দিরা বেদীর স্বামী রাজ কৌশল চট্টোপাধ্যায়। বয়স হয়েছিল মাত্র ৪৯ বছর। বলিউড সূত্রে খবর, রাজের ঘনিষ্ঠ বন্ধু জিতু সাভলানি সংবাদমাধ্যমকে প্রথম রাজের মৃত্যুর খবর দেন। পেশায় পরিচালক রাজ ‘প্যায়ার মে কভি কভি’, ‘শাদি কা লাড্ডু’-র পাশাপাশি বিজ্ঞাপনের একাধিক ছবিও তৈরি করেছেন।

রোববারেও ঘনিষ্ঠ জনদের নিয়ে বাড়িতে পার্টির আয়োজন করেছিলেন মন্দিরা-রাজ। উপস্থিত ছিলেন নেহা ধুপিয়া, অঙ্গদ বেদি, সাগরিকা ঘাটকে, ক্রিকেটার জাহির খানসহ একাধিক তারকা ব্যক্তিত্ব। দুঃসংবাদ পাওয়ার পরেই তাদের বাড়িতে প্রথম আসেন আশিস চৌধুরী।

টুইটারে রাজের পরিবারকে শোক বার্তা পাঠিয়েছেন বলিউডের আরেক পরিচালক ওনির। টুইটে তিনি জানান, ‘বড় তাড়াতাড়ি চলে গেলেন রাজ। শোক জানানোর ভাষা খুঁজে পাচ্ছি না’। ওনিরের স্মৃতিচারণ, তার প্রথম ছবি ‘মাই ব্রাদার নিখিল’-এর প্রযোজক ছিলেন রাজ। সেই সূত্রে ওনিরের দাবি, যে কয়েক জন প্রযোজক তার কাজের উপর ভরসা রেখেছিলেন রাজ তাদের মধ্যে অন্যতম। প্রয়াত পরিচালক-প্রযোজকের আত্মার শান্তি কামনা করেন তিনি।
গত বছরের ২৮ জুলাই ৪ বছরের মেয়ে তারাকে মন্দিরা-রাজ দত্তক নেন। এর আগে তারকা দম্পতির কোলে আসে এক মাত্র ছেলে বীর। তাদের কোনো কন্যা সন্তান না থাকায় এই পদক্ষেপ নিয়েছিলেন বলে জানা যায়। নেটমাধ্যমে মেয়ের সঙ্গে অনুরাগীদের পরিচয় করিয়ে দিয়েছিলেন দম্পতি। তারার পরিচয় দিয়ে মন্দিরা বলেছিলেন, ‘আমাদের ৪ বছরের মেয়ে। বীরের ছোট বোন। আমাদের ভীষণ আদরের। আপনারাও ওকে ভালোবাসুন। আশীর্বাদ করুন’। এই ঘটনার জন্যও সেই সময় মন্দিরাকে যথেষ্ট কটাক্ষের শিকার হতে হয়েছিল।

আমাদের সংবাদটি শেয়ার করুন..

এ পাতার আরও খবর

Sabuj Bangla Tv © All rights reserved- 2011| Developed By

Theme Customized BY WooHostBD