মঙ্গলবার বেলা ১১ টার দিকে উপজেলার ভোগাইল বগাদী গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় আরও একজন আহত হয়েছেন।
নিহত খাইরুল ইসলাম ওই গ্রামের শুকুর মন্ডলের ছেলে।
স্থানীয়রা জানিয়েছে, মঙ্গলবার সকালে মাঠে কাজ করছিলো খাইরুল। এ সময় বৃষ্টির সাথে বজ্রপাত শুরু হয়। মাঠে কাজ করা অবস্থায় বজ্রপাতের কবলে পড়েন খাইরুল। এতে বজ্রপাতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে মাঠের অন্য কৃষকরা তার মরদেহ উদ্ধার করে বাড়িতে নেয়।
একইসাথে বজ্রপাতে আরও এক কৃষক আহত হয়েছেন। তিনি চুয়াডাঙ্গা সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন বলে জানিয়েছেন ভাংবাড়িয়া ইউনিয়ন পরিষদের ৯ নং ওয়ার্ড সদস্য সাজেদুল ইসলাম।