টাঙ্গাইলে করোনা ভাইরাসের পরিস্থিতি ভয়াভহ রূপ ধারণ করেছে। দ্রুতই বাড়ছে আক্রান্তের সংখ্যা। একদিনের ব্যবধানে জেলায় আবারো রেকর্ড সংখ্যক করোনায় আক্রান্ত হয়েছে।
২৪ ঘণ্টায় নতুন করে ৩২০ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৩৮.৩৭%। এ নিয়ে বুধবার দুপুর পর্যন্ত জেলায় মোট করোনা রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৭ হাজার ৭০৭ জন।
এর আগে গতকাল মঙ্গলবার জেলায় সর্বোচ্চ ১৯৩ জন করোনায় আক্রান্ত হয়েছিলেন।
জেলাটিতে করোনার আক্রান্তের সাথে সাথে মৃত্যুর সংখ্যাও বাড়ছে। এখনো পর্যন্ত ১০৮ জনের মৃত্যু হয়েছে। জেলায় মোট করোনায় আক্রান্তের হার ১৭.৫১%। গত ৩০ দিনে জেলায় ২ হাজার ৬৬৭ জন করোনায় আক্রান্ত হয়েছেন। মৃত্যু হয়েছে ২৬ জনের।
সিভিল সার্জন অফিস সূত্র জানা গেছে, গতকাল মঙ্গলবার টাঙ্গাইল এবং ঢাকায় ৮৩৪টি নমুনা পাঠানো হয়। এতে বুধবার নতুন করে ৩২০ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়। যা এখন পর্যন্ত একদিনে করোনা আক্রান্তের সর্বোচ্চ রেকর্ড। করোনায় আক্রান্ত হয়ে এখন পর্যন্ত সুস্থ হয়েছে ৪ হাজার ৬৬২ জন। হাসপাতালে ভর্তি রয়েছেন ৫৭১ জন।
এখন পর্যন্ত মোট ২৮ হাজার ৭১০ জনকে কোয়ারেন্টাইনে আনা হয়েছিলো। এর মধ্যে ২৫ হাজার ৪৭৮ জনকে ছাড়পত্র দেয়া হয়েছে। জেলায় এখন পর্যন্ত ৪৪ হাজার ১৩টি নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়। এর প্রেক্ষেতি মোট আক্রান্ত হয়েছে ৭ হাজার ৭০৭ জন। জেলায় মোট করোনায় আক্রান্তের হার ১৭.৫১%।
এ ব্যাপারে টাঙ্গাইলের সিভিল সার্জন ডা. আবুল ফজল মো. শাহাবুদ্দিন খান জানিয়েছেন, গত একমাস ধরে জেলায় করোনা ভাইরাসের আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পেয়েছে। টাঙ্গাইল জেনারেল হাসপাতালে করোনায় ইউনিটে প্রতিদিনই ভর্তিকৃত রোগীর সংখ্যা বাড়ছে।
করোনা প্রতিরোধে সবাইকে সচেতন এবং স্বাস্থ্যবিধি মনে চলতে হবে বলে তিনি জানান।