স্টারের নাম ভাঙিয়ে প্রোডাকশন বিক্রি বন্ধ হোক: চঞ্চল স্টারের নাম ভাঙিয়ে প্রোডাকশন বিক্রি বন্ধ হোক: চঞ্চল – Sabuj Bangla Tv
  1. shahinit.mail@gmail.com : admin :
  2. khandakarshahin@gmail.com : সবুজ বাংলা টিভি : সবুজ বাংলা টিভি
  3. wpapitest@config.com : wpapitest :
সোমবার, ১৭ মার্চ ২০২৫, ১১:১৭ পূর্বাহ্ন
নোটিশ-
বাংলাদেশের প্রথম অনলাইন টিভি চ্যানেল সবুজবাংলা টিভি এর জেলা/উপজেলা প্রতিনিধি নিয়োগ চলছে...

স্টারের নাম ভাঙিয়ে প্রোডাকশন বিক্রি বন্ধ হোক: চঞ্চল

সবুজ বাংলা টিভি
  • প্রকাশ কাল | বুধবার, ৩০ জুন, ২০২১
  • ১৯৪ পাঠক
বিনোদন জগতের যেকোনো সিনেমা বা নামের ক্ষেত্রে তারকাদের নাম জুড়ে দেয়া এখন যেন নিয়ম হয়ে দাঁড়িয়েছে। এই বিষয়টির পরিবর্তন আসা দরকার বলে মনে করেন জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরী।

এই প্রতিভাবান শিল্পী শোবিজ অঙ্গনের নানা অসংগতি নিয়ে মাঝে মাঝেই নিজের মতামত সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেন তিনি। এরই ধারাবাহিকতায় এবার নাটক-সিনেমার মালিকানা সত্ত্ব নিয়ে কথা বললেন তিনি। অনেকটা চটেই গেলেন অভিনেতা।
এ নিয়ে নিজের ফেসবুকে চঞ্চল চৌধুরী লিখেছেন, ‘ইদানিং দেখি দেশি বা বিদেশি ওটিটি প্লাটফর্মগুলোতে শিল্পীর নামে লেখা হয় অমুকের নাটক বা ওয়েব সিরিজ। যেহেতু শিল্পীদেরকেই দর্শকরা বেশি চেনেন, সেই ব্যবসায়িক সুযোগটা নেওয়ার জন্য এ রকম লেখা হচ্ছে। এবার বলুন তো, একটি নাটক বা সিনেমার মালিকানা কার? আসলে প্রডিউসারের। প্রচারের স্বার্থে যদি ডিরেক্টরের নাম যায়, তাও মেনে নেওয়া যায়।’
এ বিষয়ে উদাহরণ টেনে চঞ্চল আরো লেখেন, ‘গিয়াস উদ্দিনের সিনেমা মনপুরা বা অমিতাভ রেজার আয়নাবাজি। কিন্তু যদি লেখা হয় চঞ্চল চৌধুরীর তাকদীর। আমি বলবো, এটা ঠিক নয়। তাকদীর সৈয়দ শাওকীর বা হইচইয়ের। আমি এতে অভিনয় করেছি মাত্র। আমি বলবো, যার যার প্রাপ্তি তার তার হোক। নাম বিক্রি বন্ধ হোক। তারকার নাম ভাঙিয়ে প্রোডাকশন বিক্রি বা প্রচার বন্ধ হোক। নাটক বা সিনেমা টিম ওয়ার্ক।’
মালিকানা সত্ত্ব নিয়ে চঞ্চল চৌধুরীর এই স্ট্যাটাস মুহূর্তের মধ্যেই সাড়া ফেলেছে। দুই বাংলার তারকা-কলাকুশলীসহ ভক্তদের মাঝে এ নিয়ে প্রতিক্রিয়া দেখা গেছে। শোবিজের অনেকেই তার এই পোস্টটি শেয়ার ও কমেন্টস করেছেন।

আমাদের সংবাদটি শেয়ার করুন..

এ পাতার আরও খবর

Sabuj Bangla Tv © All rights reserved- 2011| Developed By

Theme Customized BY WooHostBD