সোমবার, ০১ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩০ পূর্বাহ্ন

পদ্মা পার হচ্ছে শুধু পণ্যবাহী ও জরুরি পরিবহন
সবুজবাংলা টিভি
প্রকাশ শুক্রবার, ২ জুলাই, ২০২১
কঠোর লকডাউনের কারণে দূরপাল্লার বাস ও ব্যক্তিগত গাড়ী চলাচল বন্ধ থাকায় ফাকা হয়ে পড়েছে রাজবাড়ীর দৌলতদিয়া ঘাট। পণ্যবাহী যানবাহন চলাচল বৃদ্ধি পেয়েছে। দৌলতদিয়া -পাটুরিয়া নৌরুটের সকল লঞ্চ চলাচল বন্ধ রয়েছে।

বৃহস্পতিবার  সকাল থেকে দৌলতদিয়া ফেরিঘাটে নদী পারের অপেক্ষায় থাকতে হয়নি । পণ্যবাহী গাড়ী ও জরুরী সেবার যানবাহন নদী পারের অপেক্ষায় যাত্রী ও চালকদের কোনো দুর্ভোগ পোহাতে হয়নি।

দৌলতদিয়া ফেরিঘাটের জিরো পয়েন্ট থেকে ঢাকা-খুলনা মহাসড়ক এবং রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের গোয়ালন্দ মোড় এলাকা ফাঁকা  রয়েছে।

এই নৌ রুটে ৯টি রোরো ফেরি ও ৭ টি ইউটিলিটি ফেরি চলাচল করছে। দৌলতদিয়া ঘাটে কর্তব্যরত ট্রাফিক  ইন্সেপেক্টর মো. জহুরুল হক জানিয়েছেন , কাঁচামাল বোঝাই ট্রাকগুলোকে অগ্রাধিকার ভিত্তিতে পারাপার হচ্ছে । ঘাট এখন ফাঁকা।

বিআইডব্লিউটিসি’র দৌলতদিয়া ঘাট শাখার ব্যবস্থাপক (এজিএম) মো. ফিরোজ শেখ জানিয়েছেন, করোনার সংক্রমণ রোধে যাত্রীবাহী বাস চলাচল বন্ধ । জরুরি সেবা ও পণ্যবাহী ট্রাক পারাপার হচ্ছে। এতে ঘাটের উপর কোনো চাপ নেই । তবে সকাল থেকেই বৃষ্টি  রয়েছে। নৌরুটে ছোট-বড় ১৬টি ফেরি চলাচল করছে।

এই পাতার আরো খবর