সিরাজগঞ্জে একদিনে সর্বোচ্চ আক্রান্ত ১১৯ সিরাজগঞ্জে একদিনে সর্বোচ্চ আক্রান্ত ১১৯ – Sabuj Bangla Tv
  1. shahinit.mail@gmail.com : admin :
  2. khandakarshahin@gmail.com : সবুজ বাংলা টিভি : সবুজ বাংলা টিভি
  3. wpapitest@config.com : wpapitest :
শনিবার, ০৫ অক্টোবর ২০২৪, ১০:১৪ পূর্বাহ্ন
নোটিশ-
বাংলাদেশের প্রথম অনলাইন টিভি চ্যানেল সবুজবাংলা টিভি এর জেলা/উপজেলা প্রতিনিধি নিয়োগ চলছে...

সিরাজগঞ্জে একদিনে সর্বোচ্চ আক্রান্ত ১১৯

সবুজ বাংলা টিভি
  • প্রকাশ কাল | শুক্রবার, ২ জুলাই, ২০২১
  • ১৭৬ পাঠক
সিরাজগঞ্জে বেড়েই চলেছে করোনা আক্রান্তের সংখ্যা। ২৪ ঘণ্টায় ২৭৩ জনের নমুনা পরীক্ষা করে জেলায় সর্বোচ্চ ১১৯ জন করোনা শনাক্ত হয়েছে। নতুন আক্রান্তের হার ৪৩.৫৯%। জেলাটিতে এই পর্যন্ত ১১৯ জনসহ আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৪ হাজার ৬০৮ জনে।

বৃহস্পতিবার দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা: সৌমিত্র বসাক।

তিনি জানিয়েছেন, নতুন শনাক্ত ১১৯ জনের মধ্যে সদরে ৬৫ জন, বেলকুচিতে ৪ জন, উল্লাপাড়ায় ১০ জন, রায়গঞ্জে ১৩ জন, কামারখন্দে ১০ জন, কাজিপুরে ১১ জন, তাড়াশে ৪ জন ও চৌহালীতে ২ জন।

সিরাজগঞ্জ সিভিল সার্জন কার্যালয়ের পরিসংখ্যান কর্মকর্তা মো. হুমায়ুন কবির জানিয়েছেন, সিরাজগঞ্জের শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজের পিসিআর ল্যাব থেকে ২৭৩ জনের নমুনা পরীক্ষার ফলাফল পাওয়া গেছে। এর মধ্যে ১১৯ জন করোনা শনাক্ত হয়েছে। এ পর্যন্ত জেলায় সর্বমোট শনাক্ত ৪ হাজার ৬০৮ জন। সর্বমোট সুস্থ হয়েছেন ৪ হাজার ৪৬৮ জন। এখন পর্যন্ত মৃত্যু হয়েছে ৩২ জনের।

আমাদের সংবাদটি শেয়ার করুন..

এ পাতার আরও খবর

Sabuj Bangla Tv © All rights reserved- 2011| Developed By

Theme Customized BY WooHostBD