শুক্রবার রাতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের ওই স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, অটো রিকশাচালাক নবাব আলী (৪৫) এবং শ্রমিক জয়নাল আবেদিন (৪৫)।
এ দুর্ঘটনায় আরো ৪ জন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে দুইজনকে ঢাকা পঙ্গু হাসপাতালে এবং অন্যদের মৌচাক পপুলার হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নিহতের লাশ সালনা কোনাবাড়ী পুলিশ উদ্ধার করেছে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, শুক্রবার রাত পৌনে আটটার দিকে চন্দ্রা ত্রিমোড় এলাকা থেকে একটি কভার্ডভ্যান দ্রুতগতিতে গাজীপুরের দিকে যাচ্ছিল। পথে মৌচাক বাস ষ্টেশন এলাকায় দাঁড়িয়ে থাকা কয়েকটি অটোরিকশাকে চাপা দেয়। এসময় কার্ভাডভ্যানের পিছনে থাকা আরেকটি ট্রাক ষ্টেশনে দাঁড়িয়ে থাকা কমপক্ষে ১০ শ্রমিককে চাপা দেয়। তবে কার্ভাডভ্যানটি পালিয়ে গেলেও ট্রাকটি পুলিশ আটক করেছে। এসময় ট্রাকের চালক পালিয়ে যায়।
সালনা কোনাবাড়ী হাইওয়ে থানার ওসি মীর গোলাম ফারুক জানান, সড়ক দুর্ঘটনায় ঘটনাস্থলে একজন এবং ঢাকায় নেওয়ার পথে আরেকজন মারা যান। নিহত দুইজনের লাশ উদ্ধার করা হয়েছে।
নিহতদের কেউ মামলা করলে লাশ গাজীপুর শহীদ তাজ উদ্দিন মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করা হবে বলে তিনি জানান।