নেটিজেনদের আক্রমণে কারিনার পাশে তাপসী নেটিজেনদের আক্রমণে কারিনার পাশে তাপসী – Sabuj Bangla Tv
  1. shahinit.mail@gmail.com : admin :
  2. khandakarshahin@gmail.com : সবুজ বাংলা টিভি : সবুজ বাংলা টিভি
  3. wpapitest@config.com : wpapitest :
শনিবার, ০৫ অক্টোবর ২০২৪, ০৮:৪২ পূর্বাহ্ন
নোটিশ-
বাংলাদেশের প্রথম অনলাইন টিভি চ্যানেল সবুজবাংলা টিভি এর জেলা/উপজেলা প্রতিনিধি নিয়োগ চলছে...

নেটিজেনদের আক্রমণে কারিনার পাশে তাপসী

সবুজ বাংলা টিভি
  • প্রকাশ কাল | শনিবার, ৩ জুলাই, ২০২১
  • ১৮৬ পাঠক
সিনেমায় ‘সীতা’র ভূমিকায় অভিনয়ের জন্য ১২ কোটি টাকা পারিশ্রমিক চেয়েছেন কারিনা কাপুর খান। কিছুদিন আগে এমন খবর ছড়িয়ে পড়তেই সোশ্যাল মিডিয়ায় তীব্র আক্রমণের মুখে পড়তে হয় বেবোকে। এই ঘটনায় এবার কারিনার সমর্থনে সুর চড়ালেন তাপসী পান্নু। তার সাফ বক্তব্য, কাজের জন্য কারিনার মোটা অঙ্কের পারিশ্রমিক চাওয়ার যথেষ্ট অধিকার রয়েছে।

সম্প্রতি এক সাক্ষাৎকারে তাপসী বলেন, ‘যদি এই একই পদক্ষেপ কোনো পুরুষ অভিনেতা নিত, তখন কিন্তু অন্য কথা বলা হত। তখন বলা হত, ও এই পারিশ্রমিক চাওয়ার জন্য যথেষ্ট যোগ্যতা অর্জন করেছে। অথচ কোনো মহিলা এই পারিশ্রমিক চাইলে তাকে খারাপ ভাবা হয়। বলা হয় ও বড় বেশি চেয়ে ফেলেছে।’ তাপসী আরও বলেন, ‘কোনও মহিলা পারিশ্রমিক বাড়ালেই প্রশ্ন উঠতে শুরু করে কেন? কারিনা আমাদের দেশের অন্যতম সুপারস্টার। আপনার কি মনে হয় কোনো পৌরাণিক চরিত্রে কোনো পুরুষ অভিনয় করলে তিনি বিনা পয়সায় কাজ করেন।’
প্রসঙ্গত, রামায়ণকে সিলভারস্ক্রিনে আনতে চলেছেন পরিচালক অলৌকিক দেশাই। ওই ছবিতে সীতার ভূমিকায় অভিনয়ের প্রস্তাব দেওয়া হয়েছে করিনা কাপুর খানকে। শোনা যায়, এজন্য সাইফ-জায়া নাকি ১২ কোটি টাকা পারিশ্রমিক চেয়েছেন! এতেই ক্ষুব্ধ হয়েছে নেট নাগরিকদের একাংশ। কিছুদিন আগে #BoycottKareenaKhan ডাক ট্রেন্ডিং হয়েছে টুইটারে। কেউ লিখেছেন, ‘কীভাবে মাদকাসক্ত মা সীতার ভূমিকায় অভিনয় করতে পারেন?’ কারও বক্তব্য, ‘কঙ্গনা রানাওয়াতকে প্রস্তাব দেওয়া হোক।’ কারও কটাক্ষ, ‘সীতা নয় সূর্পনখার ভূমিকায় মানাবে করিনাকে’। কারও প্রশ্ন, ‘তৈমুরের মা কীভাবে সীতা হতে পারে?’
জানা যায়, কোনো ছবির জন্য কারিনা সাধারণত ৬-৮ কোটি টাকা নিয়ে থাকেন। তবে এই ছবির জন্য করিনা ১২ কোটি চেয়ে বসলে প্রশ্ন উঠতে থাকে। তবে আবার এও শোনা যায়, এই ছবির জন্য বেবোকো ৮-১০ মাস সময় দিতে হবে। আর সেকারণেই তিনি পারিশ্রমিক বাড়িয়েছেন বলে দাবি করেন বি-টাউনের একাংশ।

আমাদের সংবাদটি শেয়ার করুন..

এ পাতার আরও খবর

Sabuj Bangla Tv © All rights reserved- 2011| Developed By

Theme Customized BY WooHostBD