শনিবার, ৩০ অগাস্ট ২০২৫, ০৭:২৪ অপরাহ্ন

রাজবাড়ী‌তে ক‌রোনায় দুই নারীর মৃত্যু
সবুজবাংলা টিভি
প্রকাশ শনিবার, ৩ জুলাই, ২০২১
রাজবাড়ী সদর হাসপাতা‌লের ক‌রোনা ইউ‌নি‌টে চি‌কিৎসাধীন অবস্থায় দুই রোগীর মৃত্যু হ‌য়ে‌ছে।

শুক্রবার সকালে তারা মারা যায়।

মৃতরা হ‌লেন, শহ‌রের বি‌নোদপু‌র এলাকার সুবাশ চন্দ্র সাহার স্ত্রী বি‌থি রানী দাস (৬০) এবং সদর উপ‌জেলার পাঁচু‌রিয়ার মো. সিরা‌জের স্ত্রী হা‌জেরা বেগম (৫৫)।

রাজবাড়ী সদর হাসপাতা‌লে ক‌রোনা ইউ‌নিট  ইনচার্জ আব্দুল্লাহ আল মামুন জানান, গত ২৭ জুন বি‌থি রানী এবং  আজ সকা‌ল ৮টার দি‌কে হা‌জেরা বেগম ক‌রোনা প‌জে‌টিভ নি‌য়ে ভ‌র্তি হয়। তা‌দের দুজ‌নেরই শ্বাসকষ্টসহ নানা সমস্যা ছি‌লো। চি‌কিৎসাধীন অবস্থায় তারা সকা‌লে মারা গি‌য়ে‌ছে।

তিনি জানান, বতর্মা‌নে ক‌রোনা হাসপাতা‌লে ১৮ জন ও আই‌সো‌লেশন ইউ‌নি‌টে ২২ জন রোগী ভ‌র্তি আছে।

উ‌ল্লেখ্য, এখন পর্যন্ত রাজবাড়ী‌তে ক‌রোনায় আক্রা‌ন্তের সংখ্যা ৫ হাজার ৩১৩ জন ও সুস্থ হ‌য়ে‌ছেন ৪ হাজার ৩২৯ জন। মৃত্যু হ‌য়ে‌ছে ৪১

এই পাতার আরো খবর