বৃহস্পতিবার গভীর রাতে বাফুফের পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে লিগ বন্ধের কারণ হিসেবে বর্তমান আবহাওয়াজনিত পরিস্থিতি, আগামী কয়েকদিনের আবহাওয়া রিপোর্ট এবং বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের মাঠের অবস্থার কথাকে উল্লেখ করা হয়েছে।
করোনার কারণে কঠোর লকডাউন শুরু হলেও সূচিতে কিছুটা বদল এনে খেলা চালিয়ে নিচ্ছিল বাফুফে।
আজ শুক্রবার মাঠে গড়ানোর কথা ছিল মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র ও শেখ রাসেল ক্রীড়া চক্রের মধ্যকার ম্যাচটি। কিন্তু বাফুফের পরিকল্পনায় বাঁধ সাধে বৃষ্টি।
ভারী বর্ষণে মাঠের অবস্থা খেলার অনুপোযোগী হয়ে পড়ে। আগের দুই দিন পিচ্ছিল ও কর্দমাক্ত মাঠে খেলা চালিয়েছিল দেশের ফুটবলের নিয়ন্তা সংস্থাটি। কিন্তু শেষ পর্যন্ত লিগ স্থগিতের সিদ্ধান্তই নিয়েছে তারা।