কালু’র দাম হাঁকা হচ্ছে দশ লাখ কালু’র দাম হাঁকা হচ্ছে দশ লাখ – Sabuj Bangla Tv
  1. shahinit.mail@gmail.com : admin :
  2. khandakarshahin@gmail.com : সবুজ বাংলা টিভি : সবুজ বাংলা টিভি
  3. wpapitest@config.com : wpapitest :
বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫, ০৯:২৫ পূর্বাহ্ন
নোটিশ-
বাংলাদেশের প্রথম অনলাইন টিভি চ্যানেল সবুজবাংলা টিভি এর জেলা/উপজেলা প্রতিনিধি নিয়োগ চলছে...

কালু’র দাম হাঁকা হচ্ছে দশ লাখ

সবুজ বাংলা টিভি
  • প্রকাশ কাল | রবিবার, ৪ জুলাই, ২০২১
  • ২১২ পাঠক
এবারের কোরবানীর পশু ‘কালু’র দাম হাঁকা হচ্ছে দশ লাখ টাকা। শাহীওয়াল জাতের এই ষাড়টি বিক্রির জন্য লালন করেছেন নীলফামারীর পঞ্চপুকুর ইউনিয়নের ব্যবসায়ী আব্দুল্লাহ আল মামুন।

কালো প্রজাতির এই ষাড়টি কিনতে ইতোমধ্যে যোগাযোগ শুরু করেছেন অনেকে। গত কোরবানীর ঈদে আশানুরুপ দাম না পাওয়ায় এবারে ভালো দাম পাবেন বলে আশা খামারি মামুনের। ইতোমধ্যে ষাড়টি কেনার জন্য যোগাযোগ শুরু করেছেন অনেক ক্রেতা। সরেজমিনে দেখা গেছে পঞ্চপুকুর ইউনিয়নের উত্তর পাড়া এলাকার ব্যবসায়ী আব্দুল্লাহ আল মামুন। ২০১৭সালের ১৭নভেম্বর নিজ বাড়িতে জন্ম নেয় এই ষাড়টি। এখন এটির বয়স তিন বছর নয়মাস। আব্দুল্লাহ আল মামুন জানান, আগে বাড়িতে বেশ গরু লালন করতেন মা। মা জীবিত থাকাবস্থায় শাহীওয়াল জাতের গরুটি কিনেছিলেন, সেটি এখানো রয়েছে। তার তিনটি বাচ্চার মধ্যে এই কালু সবার বড়। তিনি বলেন, প্রাকৃতিক ভাবে বেড়ে উঠেছে ষাড়টি। খাদ্য তালিকায় খড়, ঘাস, ভুট্টা, ডাল, শুটকি, খুদ, খৈল ও মৌসুমী ফল ছিলো। খামারির ভাই ব্যাংক কর্মকর্তা রবিউল ইসলাম জানান, গেল কোরবানি ঈদে আশানুরুপ দাম পাওয়া যায়নি, সে কারণে বিক্রি হয়নি। এবার আশা করি ভালো দাম পাবো। আমরা দশ লাখ টাকা ধরে বিক্রি করার চিন্তা করছি। যে যত বেশি বলবে, তাকে দেয়া হবে। তিনি বলেন, ষাড়টির দৈর্ঘ্য সাড়ে ছয়ফিট এবং বুকের বেড় ৮ফিট।সে হিসেবে এর ওজন ২৫মন।

আমাদের সংবাদটি শেয়ার করুন..

এ পাতার আরও খবর

Sabuj Bangla Tv © All rights reserved- 2011| Developed By

Theme Customized BY WooHostBD