কালো প্রজাতির এই ষাড়টি কিনতে ইতোমধ্যে যোগাযোগ শুরু করেছেন অনেকে। গত কোরবানীর ঈদে আশানুরুপ দাম না পাওয়ায় এবারে ভালো দাম পাবেন বলে আশা খামারি মামুনের। ইতোমধ্যে ষাড়টি কেনার জন্য যোগাযোগ শুরু করেছেন অনেক ক্রেতা। সরেজমিনে দেখা গেছে পঞ্চপুকুর ইউনিয়নের উত্তর পাড়া এলাকার ব্যবসায়ী আব্দুল্লাহ আল মামুন। ২০১৭সালের ১৭নভেম্বর নিজ বাড়িতে জন্ম নেয় এই ষাড়টি। এখন এটির বয়স তিন বছর নয়মাস। আব্দুল্লাহ আল মামুন জানান, আগে বাড়িতে বেশ গরু লালন করতেন মা। মা জীবিত থাকাবস্থায় শাহীওয়াল জাতের গরুটি কিনেছিলেন, সেটি এখানো রয়েছে। তার তিনটি বাচ্চার মধ্যে এই কালু সবার বড়। তিনি বলেন, প্রাকৃতিক ভাবে বেড়ে উঠেছে ষাড়টি। খাদ্য তালিকায় খড়, ঘাস, ভুট্টা, ডাল, শুটকি, খুদ, খৈল ও মৌসুমী ফল ছিলো। খামারির ভাই ব্যাংক কর্মকর্তা রবিউল ইসলাম জানান, গেল কোরবানি ঈদে আশানুরুপ দাম পাওয়া যায়নি, সে কারণে বিক্রি হয়নি। এবার আশা করি ভালো দাম পাবো। আমরা দশ লাখ টাকা ধরে বিক্রি করার চিন্তা করছি। যে যত বেশি বলবে, তাকে দেয়া হবে। তিনি বলেন, ষাড়টির দৈর্ঘ্য সাড়ে ছয়ফিট এবং বুকের বেড় ৮ফিট।সে হিসেবে এর ওজন ২৫মন।