রোববার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় জেলার তিনটি উপজেলার বিভিন্ন এলাকায় নির্বাহী ম্যাজিষ্ট্রেটের নেতৃত্বে ভ্র্যাম্যমান আদালত এসব জরিমানা করেছে। এ সময় অভিযুক্তদের বিরুদ্ধে ৩৩ টি মামলা দায়ের করা হয়।
ভ্রাম্যমান আদালত সূত্রে জানা গেছে, স্বাস্থ্যবিধি মেনে না চলা, সরকার ঘোষিত লক ডাউনের আইন অমান্য করা ও সড়ক আইন অমান্য করার অপরাধে জেলার তিনটি উপজেলায় সংক্রমণ রোগ প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মূল আইন-২০১৮ ও সড়ক পরিবহন আইন-২০১৮ এর আওতায় মোট ৩৫ জনকে ৩৩ হাজার ১ শত টাকা জরিমানা করা হয় । এ সময় ৩৩ টি মামলা দায়ের করা হয় ।
এদিকে করোনা প্রতিরোধে জেলার তিনটি উপজেলা শহর সহ প্রত্যন্ত অঞ্চলে নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও জেলা তথ্য অফিস প্রচার-প্রচারণা চালিয়েছেন।