রাজধানীর শাহবাগের পরীবাগে সড়ক দুর্ঘটনায় এক মোটরসাইকেল চালকের মৃত্যু হয়েছে। এ দুর্ঘটনায় আহত হয়েছেন তার সঙ্গী।
শনিবার রাত ২টার দিকে এ দুর্ঘটনা ঘটে বলে শাহবাগ থানার পরিদর্শক (তদন্ত) আবু মাহমুদ কাওসার হোসেন জানান।
নিহত মো. মহিউদ্দিনের (৩২) বাসা কামরাঙ্গীচর থানার আলীনগর বনগ্রামে। আহত নুরুল ইসলামকে (২৮) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
পরিদর্শক কাওসার বলেন, মোটরসাইকেল চালাচ্ছিলেন মহিউদ্দিন, নুরুল তার পেছনে বসা ছিলেন।
তিনি জানান, পরীবাগে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি ভ্যানের সঙ্গে ধাক্কা খায়, তাতে দুজন আহত হন। তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক মহিউদ্দিনকে মৃত ঘোষণা করেন।
মেডিকেল পুলিশ ফাড়ির পরিদর্শক মো. বাচ্চু মিয়া জানান, মহিউদ্দিনের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে।