রবিবার, ৩১ অগাস্ট ২০২৫, ১০:৩০ পূর্বাহ্ন

বনের হনুমান লোকালয়ে
সবুজবাংলা টিভি
প্রকাশ রবিবার, ৪ জুলাই, ২০২১
সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার প্রত্যন্ত লোকালয়ে একটি বিরল প্রজাতির হনুমানের দেখা মিলেছে। গাছের ফলমূল খাওয়ায় কয়েক দু’দিন ধরে হনুমানটিকে তাড়া করছেন এলাকাবাসী।

রোববার সকালে উপজেলার নওগাঁ ইউনিয়নের চৌপাকিয়া গ্রামে হনুমানটিকে ঘুরে বেড়ানো দেখা গেছে। এক নজর দেখার জন্য কৌতূহলীরা রীতিমত ভিড় করছে। কেউ আদর করে নানা জাতের দেশীয় ফল খেতে দিচ্ছে। আবার কেউ দৃষ্টি আকর্ষণের জন্য ভেংচিসহ নানাভাবে অঙ্গ-ভঙ্গি প্রদর্শন করছে।

চৌপাকিয়া গ্রামের শফিকুল ইসলাম তালুকদার জানিয়েছেন, সকালে একটি হুনুমান লোকজনের চোখে পড়ে। এলাকায় নতুন প্রাণী দেখে কৌতূহলী শিশুসহ নানা বয়সের লোকজন প্রাণীটির পিছু লাগে। শিশুরা আনন্দ পেয়ে কারণে-অকারণে হনুমানটিকে লক্ষ্য করে ঢিল ছুঁড়ছে। ফলে হুনুমানটির মনে ভীতির সঞ্চার হচ্ছে। প্রতিকুল পরিবেশে ভিত হুনুমানটি এক গাছ থেকে অন্য গাছে ছোটা-ছুটি করছে।

তবে ধারণা করা হচ্ছে বিশালকৃতির হনুমানটি হয়তো কোন  কারণে এই এলাকায় চলে এসেছে।

এই পাতার আরো খবর