মৃতদের মধ্যে নাজমা (৪০), মনোয়ারা বেগম (৫৫), শাজাহান (৭১), সিদ্দিক (৪৫), শাজাহান (৮০), রওশন আলী (৮৫) ও দেলোয়ার হোসেন (৬০) এই ৭ জনের বাড়ি ফরিদপুরে। শামসুন্নাহার (৭০) ও হরবিলাস (৩৮) মাদারীপুর, রেজাউল হাসান ও মজিবুর রহমান রাজবাড়ী এবং হিমলা বিশ্বাসের বাড়ি ঝিনাইদাহ জেলায়।
দেশের চলমান কঠোর লকডাউনের আজ পঞ্চম দিনে শহরে ঢিলেঢালা ভাবে পালিত হচ্ছে। পুলিশের চেকপোষ্টের নজরদারী তেমন একটা লক্ষ্য করা যায় নাই। শহরের সর্বোত্রই রিক্স, ইজিবাইক, মোটরসাইকেল, প্রাইভেটকার চলাচল করতে দেখা গেছে।
জেলার স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, জেলায় এ পর্যন্ত করোনায় আক্রান্ত ১৩ হাজার ৬২২ জন। হাসপাতাল গুলোতে ভর্তি আছে ২৮৪ জন আর আইসোলেশনে আছে ১৬১৫ জন।