গত ৪/৭/২০২১ ইং তারিখ বিকাল ১২ ঘটিকার সময় বরগুনা জেলার তালতলীতে মো: নুরুজ্জামানকে কয়েকজন সন্ত্রাসীরা হত্যার চেস্ঠা করে। এলাকাবাসী ঝাপাইয়া পড়াতে সন্ত্রাসীরা সকলেই পালাইয়া চলিয়া যায়। সন্ত্রাসীদের নাম মো: নুর জালাল হাং মো: নুর হোসেন , মো: লিটন,মো: মোতালেব মৃধা, মিজানুর প্রমুখ গং ।উল্লেখিত সন্ত্রাসীরা মো: নুরুজ্জামানকে হত্যার উদ্দেশশ্যে হামলা চালায় । নুরুজ্জামান বর্তমানে শেরে ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। নুরুজ্জামানের পরিবার এবং এলাকাবাসী সন্ত্রাসীদের উক্তরুপ কার্যকলাপের জন্য প্রশাসনের নিকট বিচার প্রার্থনা করিতেছেন। মেডিকেলে উপস্থিত ছিলেন মোঃ আব্দুর রাজ্জাক, মনির পরিচালক , ন্যাশনাল হিউম্যান রাইটস ক্রাইম রিপোর্টার ফান্ডসন।