ব্যবসায়ী নিখিল জৈন, অভিনেত্রী নুসরাত জাহান বা অভিনেতা যশ দাশগুপ্ত, তিন জনের কেউ প্রেম-বিচ্ছেদ নিয়ে কথা বললেই নেটাগরিকদের উৎসাহ সপ্তম সুরে চড়ে। যে বিষয় মানুষের কাছে অজানা বা অর্ধেক জানা, তাই নিয়েই বেশি আগ্রহ তৈরি হয়। নিখিল-নুসরাত-যশ ত্রয়ীর ক্ষেত্রেও ঘটনাটি সে রকমই।
নুসরাত গর্ভবতী। তার ছবি প্রকাশ করেছিল বিভিন্ন সংবাদমাধ্যম। কিন্তু তার সম্ভাব্য সন্তানের পিতৃপরিচয় নিয়ে তোলপাড় টলিপাড়া থেকে নেটপাড়া। কারণ নিখিলের সঙ্গে বিচ্ছেদের খবর সবাই জানে। কিন্তু যশের সঙ্গে নুসরাতের সম্পর্ক নিয়ে এখনো স্পষ্ট করে মুখ খোলেননি দু’জনের কেউই।
এরই মধ্যে নিখিলের সাম্প্রতিক কিছু ইনস্টাগ্রাম পোস্ট সন্দেহ বাড়াচ্ছে মানুষের মনে। একেই অভিনেত্রী ত্রিধা চৌধুরীর সঙ্গে তার ‘বন্ধুত্ব’ নিয়ে জলঘোলা শুরু হয়েছে টলিপাড়ায়, তার উপরে নিখিলের নতুন নতুন বার্তা— প্রশ্ন তুলছে, নিখিল কি নুসরাতকে ভুলে ফের প্রেমে পড়লেন?
তিনি একটি স্টোরি দিয়েছেন নিজের ইনস্টাগ্রামে। যেখানে লেখা, ‘সোনা, তুমি যদি আমার সঙ্গে ভালো ব্যবহার করো, আমি তোমায় সব দিয়ে দেব। এর আগের বার প্রাক্তনের সঙ্গে বিচ্ছেদের পরে আমার মনে হয়েছিল, আর কোনো দিন চেষ্টাই করব না। কিন্তু তার পর তোমার সঙ্গে দেখা হল, এ রকম আগে কোনও দিন অনুভব করিনি। আমার কাছে এসো, তোমায় সমস্ত ভালবাসা দেব।’
আমেরিকান গায়ক ট্রেভর ড্যানিয়েলের বিখ্যাত গান ‘ফলিং’-এর এই গান বাজছে নেপথ্যে। সঙ্গে সেই গানের কথাগুলো ফুটে উঠছে নিখিলের ছবির উপর। যেন তিনি নিজের মনের কথা বলতে চাইছেন।