সরকার ঘোষিত কঠোর লকডাউনের পঞ্চম দিনে, সোমবার সকাল থেকে সাতক্ষীরায় বিধিনিষেধ বাস্তবায়নে একযোগে মাঠে রয়েছে আইনশৃখংলা বাহিনীর সদস্যরা।
জেলার সাতটি উপজেলায় নামানো হয়েছে সেনাবাহিনী।
সাতক্ষীরার সিভিল সার্জন ডা. হুসাইন শাফায়াত জানান, গত ২৪ ঘণ্টায় সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে করোনা উপসর্গ নিয়ে ৮ জনের মৃত্যু হয়েছে। ৩৫৩ টি নমুনা পরীক্ষা করে ১০২টি পজেটিভ এসেছে। যার শতকরা হার ২৮ দশমিক ৮৯ শতাংশ।
গতকাল উপসর্গ নিয়ে মারা যায় পাঁচ জন। এ পর্যন্ত করোনা আক্রান্তে মৃত রোগীর সংখ্যা ৭৫ জন। উপসর্গ নিয়ে মারা গেছে ৩৭১ জন।
করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ৯৩৭ জন। সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ২০ জন করোনা আক্রান্ত ও ২৫২ জন উপসর্গ নিয়ে ভর্তি আছেন।
বেসরকারি হাসপাতালে ১৬ জন করোনা আক্রান্ত ও ১২২ জন উপসর্গ নিয়ে চিকিৎসাধীন রয়েছেন। মোট চিকিৎসাধীন রোগীর সংখ্যা ৪১০ জন।
গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৪৫ জন। হোম আইসোলেশনে আছেন ৯০১জন।