বগুড়ার মোহাম্মদ আলী হাসপাতালে করোনাভাইরাসে সংক্রমিত মুমূর্ষু রোগীদের জন্য হাই ফ্লো ন্যাজাল ক্যানুলা সঙ্কটের সামাধান হয়েছে বলে আদালতকে জানিয়েছে সরকার।
শনিবার বিচারপতি এম ইনায়েতুর রহিমের একক ভার্চুয়াল হাইকোর্ট বেঞ্চকে অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন বলেছেন, রোববারের মধ্যে ১০ থেকে ১৫টি হাই ফ্লো ন্যাজাল ক্যানুলা সরকারিভাবে ওই হাসপাতালে পৌঁছে দেওয়া হবে।
শুক্রবার বগুড়ার মোহাম্মদ আলী হাসপাতালে হাই ফ্লো ন্যাজাল ক্যানুলা সংকটে ৭ করোনা রোগীর মৃত্যু হয়। আরো ১০ জন রোগীর অবস্থা মুমূর্ষ, এমন সংবাদ গণমাধ্যমে দেখে শনিবার মধ্যরাতেই সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেলের মাধ্যমে বিচারপতি এম, ইনায়েতুর রহিমকে অবহিত করেন সুপ্রিম কোর্টের আইনজীবী মনজিল মোরসেদ। এরপর বিষয়টি অ্যাটর্নি জেনারেলকে দেখতে বলেন আদালত।
মনজিল মোরশেদ বলেন, রাতেই অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন স্বাস্থ্য সচিব ও স্বাস্থ্য মহাপরিচালকের সঙ্গে কথা বলেন। আজ মাননীয় অ্যাটর্নি জেনারেল জানিয়েছেন, আগামীকালের মধ্যে ওই হাসপাতালে ১০ থেকে ১৫টি ক্যানুলা পাঠানো হবে।