জানা গিয়েছে, ২ মাস আগে কোভিড আক্রান্ত হয়েছিলেন তিন ব্যক্তি। তীব্র যন্ত্রণা হতে থাকে শরীরে। কোনো ওষুধ খেয়েই ব্যথা কমাতে পারেননি। তারপর হাসপাতালে ভর্তি হন তারা। জানা গিয়েছে, প্রত্যেকের বয়স ৪০-এর নিচে। চিকিৎসকরা জানিয়েছেন, এই রোগে গোটা শরীর ব্যথা হচ্ছে না। সাধারণত উরুর হাড়ের উপরের অংশ অর্থাৎ ফিমারে ব্যথা হচ্ছে।
ডাক্তাররা জানাচ্ছেন. এক্ষেত্রেও অতিরিক্ত স্টেরয়েড ব্যবহার করার ফলে ‘অ্যাভাসকুলার নেক্রোসিস’রোগে আক্রান্ত হচ্ছে মানুষ। কর্টিকো স্টেরয়েডের ব্যবহার অতিমাত্রায় হলে হাড়ে কলার মৃত্যু হচ্ছে। মিউকরমাইকোসিসের মতোই কোভিডের চিকিৎসায় অতিরিক্ত স্টেরয়েড ব্যবহার করার ফলেই এই রোগ ঘটছে।