সাতদিনের সর্বাত্মক কঠোর লকডাউনের ৬ষ্ঠ দিন চলছে নাটোরে। মঙ্গলবার সকাল থেকে সেনাবাহিনী, বিজিবি, র্যাব ও পুলিশ সদস্যদের টহল শুরু হয়। জেলা সদরসহ প্রতিটি উপজেলা পর্যায়ের শহর এলাকায় তাদের টহল দিতে দেখা গেছে তাদের।
জেলার প্রবেশ মুখগুলোতে চেকপোষ্টের মাধ্যমে রাস্তায় বের হওয়া মানুষ সহ গাড়ি তল্লাশী চালানো হচ্ছে। রিক্সা , অটোরিক্সা ও পণ্যবাহী ট্রাক ছাড়া অন্যান্য সকল প্রকার যান-বাহন চলাচল করতে দেখা যায়নি। তবে ৬ষ্ঠ দিনে মানুষের আনাগোনা বেশ বেড়েছে। লকডাউন সুষ্ঠুভাবে চালাতে পুলিশের পাশাপাশি রয়েছে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেটের নেতৃতে মোবাইল কোর্ট।
নাটোরের সিভিল সার্জন ডাঃ কাজী মিজানুর রহমান জানিয়েছেন, ২৪ ঘণ্টায় ৩০৫ জনের নমুনা পরীক্ষা করে নতুন করে ৯৭ জন আক্রান্ত হয়েছে। সংক্রমণের হার ৩১.৮০ শতাংশ। নাটোর আধুনিক সদর হাসাপাতালে ভর্তি আছে ১০৫ জন। ২৪ ঘণ্টায় ৩ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে জেলায় মোট মৃত্যু ৬৫ জন।