সকাল সকাল ‘ভূত পুলিশ’ ছবিতে সাইফ আলি খানের চরিত্রের ঝলক ইনস্টাগ্রামে প্রকাশ করেছিলেন কারিনা কপূর খান। এর পরে সামনে এল অর্জুন কপূরের লুক। ইনস্টাগ্রামে অভিনেতা অনুরাগীদের ছবির আরও একটি পোস্টার ভাগ করে নিয়েছেন।
সেখানে দেখা যাচ্ছে, কালো শালে নিজেকে জড়িয়ে রেখেছেন অর্জুন। তার হাতে মশাল। সঙ্গে লিখেছেন, ‘হাসতে হাসতে অলৌকিক শক্তির দরজা খোলা হবে। ভূত পুলিশে দেখা হবে চিরঞ্জির সঙ্গে।’ অর্জুনের মন্তব্য বাক্সে তাকে ভালোবাসা জানিয়েছেন অনুরাগীরা। এই পোস্টারটি নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে তুলে এনেছেন অর্জুনের প্রেমিকা মালাইকা অরোরা।
অর্জুন এবং সাইফ আলি খান ছাড়াও এই ছবিতে অভিনয় করবেন ইয়ামি গৌতম এবং জ্যাকলিন ফার্নান্ডেজ। ২০২০ সালে হিমাচল প্রদেশে ‘ভূত পুলিশ’-এর শ্যুট হয়েছে। ডিজনি প্লাজ হটস্টারে মুক্তি পেতে চলেছে ছবিটি। সম্প্রতি ‘সর্দার কা গ্র্যান্ডসন’ এবং ‘সন্দীপ অউর পিঙ্কি ফারার’ ছবিতে দেখা গিয়েছে অর্জুনকে।