রাঙামাটি মেডিকেল কলেজের ১৬ জন চিকিৎসককে বান্দরবানে বদলি করা হয়েছে। করোনা পরিস্থিতি মোকাবেলা ও জনসেবা নিশ্চিত করার লক্ষ্যে স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে এ নির্দেশনা জারি করা করেছে।
৫ জুলাই স্বাস্থ্যসেবা বিভাগের সিনিয়র সহকারী সচিব সারমিন সুলতানা স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে এই ১৬ চিকিৎসককে রাঙামাটি মেডিকেল কলেজ থেকে বান্দরবান সদর হাসপাতালে সংযুক্তিতে পদায়ন করা হয়।
বদলিকৃত কর্মকর্তাগণ হলেন, ডা. মো. আবদুল্লাহ আল মামুন, ডা. আবু মোহাম্মদ, ডা. মোহাম্মদ ফোরকান, ডা. ঋভুরাজ চক্রবর্তী, ডা. মোছা. কোহিনুর পারভীন, ডা. হাবিবুল ইসলাম চৌধুরী, ডা. আবু শহীদ মোহাম্মদ রেজাউল করিম, ডা. গৌরব দেওয়ান, ডা. মৌমিতা ত্রিপুরা মুমু, ডা. এস. এম. ইশতিয়াক আলী, ডা. নাবীল চৌধুরী, ডা. চৌধুরী ফারহানা, ডা. মিলটন বড়ুয়া, ডা. নাজনীন আক্তার, ডা. আশীষ কুমার তঞ্চঙ্গ্যা ও মো. আবু নাসের ফয়সাল রেজা।
বান্দরবানের সিভিল সার্জন ডা. অংসৈ প্রু মারমা জানিয়েছেন বুধবার তাদের বান্দরবানে যোগদান করবেন এবং পরবর্তীতে তাদের বান্দরবান সদর হাসপাতাল এবং উপজেলা কমপ্লেক্সে বদলি করা হবে।
এদিকে বান্দরবানে দেশের অন্যান্য জায়গার মতো করোনার সংক্রমণ বেড়েছে। গত ২৪ ঘণ্টায় তিন নার্সসহ ২২ জন আক্রান্ত হয়েছে করোনায়। বান্দরবান সদর, লামা ও নাইক্ষ্যংছড়ি উপজেলায় আক্রান্তের সংখ্যা সবচেয়ে বেশি। করোনাই আক্রান্ত হয়েছে এ পর্যন্ত বান্দরবানে ৫ জন মারা গেছেন।